পার্থক্য তো আছেই,
'ভালোবাসা' আর 'ভালোলাগা'-র
মধ্যে যতটা ঠিক ততটাই ।-
তোমার প্রতি যদি কারোর এই ধারণা থাকে যে তুমি জীবনে কিছু করতে পারবেনা, তাহলে তুমি তাদের ধারণার উর্দ্ধে গিয়ে কাজ করো, তাদের দেখানোর জন্য নয়, নিজেকে বলিষ্ঠ করবার জন্য।
-
তোমাকে পরাজিত করতে এই সমাজে ও পরিবারের অনেক মানুষ থাকবে,তোমাকে নিচু হয়ে থাকার জন্য অনেকে একত্রিত হবে,তোমাকে বিদ্রুপ করার জন্য অনেক মানুষ এই সমাজে আছে,তোমার গন্তব্যে পৌঁছনোর জন্য অনেকেই হয়তো তোমায় বলবে তোমার দ্বারা কিছুই হবেনা,তুমি কি তাদের কে সত্যি প্রমাণিত করবে?নাকি যে কোনো ধরনের মন্তব্য কে এক তুড়িতে উড়িয়ে দেবে?নিজেকে সামলে নিয়ে নিজের মনের সাথে আলোচনা কোরে দেখো কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে,কারণ কারো অধিকার নেই তোমাকে অপমানিত করার।
-
~প্রতিষ্ঠিত কোনো মানুষকে সঙ্গী হিসাবে পাওয়া !
আর সঙ্গী হয়ে কোনো মানুষকে প্রতিষ্ঠা করা !
পার্থক্যটা অনেক !-
আজ বিপর্যয়ে তপ্ত পুরো পৃথিবী,
কান্নারা সব বাঁধ ভেঙে ছুটে আসছে,
কোনো কিছুরই তোয়াক্কা না করে,
যুবক কটি প্রাণ এখনও খাঁটছে,
কেউ জানে না কাল কেমন দিন আসবে,
শান্ত হবে নাকি সব কিছু ছারখার,
বইয়ের ভাঁজে মুখ লুকানো প্রানিটিও,
মেটাতে চায় প্রিয় জনদের আব্দার,
যারা বিপর্যয় এর সন্মুখিন হয়েও,
এগিয়ে যাবে সুদীর্ঘ পথ ধরে,
কোনো এক কালে প্রতিষ্ঠিতর লিস্টে,
তাদের নামই থাকবে সবার ওপরে....-
জীবনে একটাই লক্ষ্য নিজেকে প্রতিষ্টিত করবো
তবে সাজানো গুছানো কোন স্বপ্ন নেই
যা পাই তা করি কারণ আমি জানি না
আমার ভাগ্যে কি লেখা আছে।
তবে এটা অবশ্যি জানি আল্লাহ আমাকে কোন না কোন কাজের জন্য পাঠিয়েছেন।
আর এটাও বিশ্বাস করি আমি একদিন সেই কাজে প্রতিষ্টিত হব ইনশাল্লাহ্।
এটা আমার আত্মা বিশ্বাস এবং আল্লাহর উপর ভরসা
-
প্রেমিক "প্রতিষ্ঠিত" হতে হতে;প্রেমিকার সন্তান "প্রতিষ্ঠিত" বানান লিখতে শিখে ফেলে..!☺
-