Debasmita Bhattacharjee  
269 Followers · 271 Following

read more
Joined 26 May 2019


read more
Joined 26 May 2019
13 SEP 2022 AT 17:51

এমন একটা মেঘলা শোক,
খুব গোপনেই বাড়ছে,
আমার মনকুঠির এর ছোট্টো ঘরে,
জমাটবাঁধা কষ্টের দল, একজোট হয়ে আঁচড়াচ্ছে একটা ঘরের ভেতর, ওদের বহুদিন ধরে আটকে রাখা হয়েছে,
ওরা আজাদী চাইছে এবার,
আর কিছুতেই বদ্ধ জীবন কাটাতে রাজি নয় ওরা,
আমি ওদের বোঝাই কি করে ওরা ছাড়া যে কেউ নেই আমার..

আমিও একটা মুক্ত আকাশ চাই, কিন্তু আমি কার কাছে চাইবো?

-


17 JUL 2022 AT 22:33

তবুও হটাৎ চুপ করে যাই,
আঁকড়ে ধরে ভয়,
ফের যদি কেউ আগলে নিয়ে,
কাছের মানুষ হয়..

-


10 JUL 2022 AT 21:54

একটুকরো মেঘের টানে, তোমায় সেদিন ছুঁলাম হটাৎ,
অন্ধ আবেগ ছিন্ন করে, তুমি হারিয়ে গেলে আকস্মাৎ..

-


10 JUL 2022 AT 10:10



আমার তপ্ত হৃদয় হিমেল হলে,
আবার তুমি আসবে,
আমার শেষ যাত্রায় সঙ্গ দেবে তুমি,
আবার আমায় জড়িয়ে ধরে ভীষণ ভালোবাসবে,
শুধু আঁকড়ে ধরার দায়িত্ব টুকু এড়িয়ে যাবো আমি,

-


9 JUL 2022 AT 22:06

When I know he will waiting for me,
but there is no way infront of me to come back..

-


25 JUN 2022 AT 9:33

তবু তোমায় কিছু বলতে চাই🌻,,,

যদি জয়ের পথে হাঁটতে গিয়ে,
হোঁচট খেয়ে মুখ লুকাই,
তবে হাতটা ধরে আশ্বাস দিও,
জয়ের পরেও তোমাকেই চাই..

যদি যুদ্ধ শেষে, হারার পরে,
কান্নাতে আমি ভেসে যাই প্রিয়🥀,
তবে একটি বার শুধু অভিমান ভুলে,
জাপটে ধরে আগলে নিও..

যদি যুদ্ধ শেষে হারিয়ে যাই,
অন্য কোনো প্রান্তরে🍁
তবে খুঁজে নিও আমায়,
ঘাসের মাঝে, সবুজে ঘেরা দ দ্বীপান্তরে..

-


14 MAY 2022 AT 9:31

শিকল খুলে আলগা হবার,
পরিস্থিতি বুঝিয়ে দিয়েছে,
স্বপ্ন পূরণ হয়না সবার,

তবে অন্ধ আবেগ ছিন্ন হলে,
মানুষ বাঁচবে কিসের আশায়?
সকাল হলেই নিঃস্ব জেনেও,
চাঁদ তারারা বাঁচে যে নেশায়..

-


10 MAY 2022 AT 12:30


একটু মুঠো উন্মুক্ত বাতাস,
এক টুকরো স্নিগ্ধ আলো,
এক চিলতে সবুজ ঘাস,
আর এক রাশি "বিশ্বাস" যাকে যত্নে রাখার দায়িত্ব তোমার,

" যদি বাঁধতে পারো জীবন টাকে,
দূর পাহাড়ের ছোট্ট ঘরে,
তবে ঝড় ঝঞ্ঝা বিপর্যয় এও,
টিকে থাকা যায় জড়িয়ে ধরে "...





-


6 MAY 2022 AT 19:52

আমি না হয় বন্য হলাম আবার,
বুকের ভেতর কিসের এত শব্দ?
অতীত ভুলে জোয়ার ভাটা থামাও,
উষ্ণতাতেই আমায় করো জব্দ..

তোমার মনে ওসব কিসের ক্ষত?
জনসমুদ্রে গা ভাসিয়েছ তাই?
হাজার বার নিঃস্ব হয়েও জেনো,
আমার হৃদয় তোমাকেই শুধু চায়..

-


6 MAY 2022 AT 14:32

ভিজে যাক আমার জানলার ওপারের ছোট্ট বেলিফুলের চারাটা,
প্রখর সূর্যতাপ সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়া তুলসী গাছটাও বৃষ্টির ফোঁটায় চনমনে হয়ে উঠুক,
আমার ফিরতি পথে পুকুর এর মাছেরা ঠিক আগের মতই প্রাণোচ্ছলতা নিয়ে বিস্কুট খাবার আশায় প্রহর গুনুক,
পদপিষ্ট হওয়ার পরেও যারা নিঃস্বার্থ ভাবে আমার ভালো চায় সেই ঘাসেরাও সতেজ হয়ে উঠুক ছোট্ট ছোট্ট বৃষ্টির ফোঁটায়...

-


Fetching Debasmita Bhattacharjee Quotes