QUOTES ON #পাগলি

#পাগলি quotes

Trending | Latest
18 APR 2019 AT 15:14

তোমার কথায় গিটার ছেড়ে হারমোনিয়ামও শিখতে রাজি।
দেখবে নাকি পাগলি তোমার জন্য কেমন পাগল সাজি?

-


5 AUG 2019 AT 16:19

প্লাটফর্মের এক কোনে একটি পাগলি অচেতন শুয়ে আছে। পাশে নোংরা কাপড় জড়ানো একরত্তি কি যেন একটা অল্প অল্প নড়াচড়া করছে। কৌতুহলবশত কেউ কেউ উঁকি দিচ্ছে কিন্তু তেমন গা করছে না,সবার তাড়া আছে, দিগ্বিদিগ ছুটছে সবাই। কয়েকটি কলেজ পড়ুয়া মেয়ের চোখে পড়লো ব্যাপারটা তে, তারা দেখল একটা বাচ্চা জড়ানো কাপড়ে, খুব ক্ষীণ অবস্থা। পুলিশ কে বলাতে তারা বাচ্চাটিকে নিয়ে গেল, কিন্তু পাগলি মা টি মারা গেছে অনেক্ষন আগেই। আহা! পাগলি হলেও সে জন্মেছিল নারী শরীর নিয়ে! হায় রে! সমাজ! এই পাগলি টির শরীর থেকেও কেউ বা কারা সুখ খুঁজে নিয়েছে যে যার মতো। আর রেখে গেছে নিষ্পাপ অথচ কলঙ্কময় জীবন্ত দলিল!!

-



পাগলি তুই নাকি,মা হতে চলেছিস
চুপ করে হাসছিস,চোখের কোনে জলটা কিসের
ক্ষতের কষ্ট না বোঝার যন্ত্রনা..নাকি আমাদের দিকে চেয়ে
দেখ পশুগুলো তোকেও ছাড়ে না, তুই যে নারী
কেঁদেছিস বোধয় উন্মাদ শোষকগুলো
তোকে যখন খাচ্ছিলো ছিঁড়ে..তোর চিৎকারটা বোধয় শুনতে পারেনি সমাজের জলজ্যান্ত লাশগুলো
শুনেছিলো পাড়ার কুকুরটা তাই বোধয়
মুখ তুলে কাঁদছিলো বার বার তোর দিকে চেয়ে..
তুই এই ভাবেই হারিয়ে যাবি পাগলি..সমাজের অন্তরালে..আর মুখ নিচু করে লাশের ভীড়ে
চুপ আজো হাসবি...






-


19 DEC 2017 AT 0:35


-আমিও ভালোবাসি,ওকে।
-জানি।
-সবাই কাউকে না কাউকে ভালোবাসি,ভালইতো ব্যাপার রে।
-একদম।

-


25 AUG 2017 AT 0:19

কে জানে কি করে বেঁচে আছি?
তবুও বেঁচে আছি।
ভালোবাসি , ভালোবাসবও

-


5 FEB 2018 AT 22:40

সিরিয়াস হয়ে লাভ কি বল
হাত ছাড়তে সাজাবিইতো সেই মিথ্যে অজুহাত
তার চেয়ে না হয় পাগলি হলেম
হাসিতে সইব তোর সমস্ত আঘাত

-


17 JAN 2018 AT 22:19

পাগলি তোর সাথে কলেজ শেষে জীবন কাটাব
পাগলি তোর সাথে বেখায়ালি কাটাব জীবন ,
তুই থাকবি কলেজ গেটে আমি আসবো লেটে
অনরগল ঝামেলা হবে WhatsApp এর চ্যাটে
পাগলি তোর সাথে মলের ভিড়ে জীবন কাটাব
পাগলি তোর সাথে মাঠে বসে কাটাব জীবন
রাত্রি শেষে রাগারাগি অভিমানের জমবে পাহাড়
তুই থাকবি ফোনের ওপারে আমি ভঙ্গাবো রাগ
পাগলি তোর সাথে ঝগড়া ঝাঁটি জীবন কাটাব
পাগলি তোর সাথে দিবানিদ্রা কাটাব জীবন
তুই মাঝে মাঝে ক্রাশ খাবি অন্য ছেলের উপর
আমি রেগে ছবি দেবো মেয়ে বন্ধুর সাথে
পাগলি তোর সাথে প্রেমময় কাটাব জীবন
পাগলি তোর সাথে বেফিকির জীবন কাটাব
তুই চাইবি রাতের শেষ সিগারেটের কাউন্টার
আমি বানাবো দুজনের বিদেশি মদের পেগ
পাগলি তোর সাথে নেশাময় কাটাব জীবন
পাগলি তোর সাথে বেহিসাবি জীবন কাটাব ।।

-


24 MAR AT 15:30

#দারুণ_দুপুর
আমাকে ফেসবুকে ধরে নিলো পাগলি।
তারপর বুকে জড়িয়ে ধরলো পাগলি।।
© দীপঙ্কর চৌধুরী

-