Shree Poddar   (Shree)
157 Followers · 91 Following

Joined 31 May 2019


Joined 31 May 2019
11 JUL 2019 AT 17:53

ঔদার্যতা বিনয়ী সততা
বড়দের কাছ থেকে শিক্ষা পাওয়া
আমাদের মূল্যবোধ শেখা
সচ্ছলতা দাম্ভিকতার চেয়ে অনেক বড়
পরিতৃপ্তির
এই চরম সত্য টা বোঝে মানুষ
জীবনের শেষ প্রান্তে এসে।।

-


4 JAN 2021 AT 23:31

প্রার্থনা,
ভগবন!
ক্ষমা করো!
নষ্ট হয়ে যাওয়া আমার আমিত্ব
চারপাশ ঘন আঁধার!
কৃপা করো!
নীচ নীচ মানসিকতা
আবেগহীন মানবিকতা
বিশ্বাসীন মনুষ্যত্ব!
আলো দেখাও প্রভু!
হৃদয়ের সরলতা
বিস্ময়ময় চোখ
মলিনতা ঘোচাও!
আশীর্বাদ এর পুষ্পবৃষ্টি
দিয়ে নতুন জীবন দাও।।
হে…নাথ! মঙ্গল করো প্রানের!!

-


3 NOV 2020 AT 13:20

আমার দরবারে,
নবরত্ন, সভাপার্ষদ
সবই আমার টুকরো করা আমিত্ব কে নিয়ে
শাস্তি বা বাহবা সবই আমি বয়ে নিয়ে চলি
তাই আদেশ নামক পিছুটান গুমরে কাঁদে ...
শুন্যতা ভরা দুচোখে।।

-


11 OCT 2020 AT 11:52

আমাদের ঘরের মেয়ে "দূগ্গা"! প্রতিটি "দূগ্গা"কে আজকের দিনের শুভেচ্ছা!

-


27 SEP 2020 AT 13:52

আমি মুহূর্ত বুনে চলি,
সময়ের ধাগায় যত্ন করে করে
কথোপকথন রা গুচ্ছ রূপ নেয়
তৈরি হয় নিপাট নিটোল সুরভিত বরমাল্য
ভোরের নিদ্রা ভাঙার দায়িত্ব নেয় দাপাদাপি করা স্বপ্নরা... দুচোখ মেলে দেখি অতিবাস্তব চার দেওয়াল আমার দিকে তাকিয়ে আছে
বাইরে তখন সূর্যের সাথে মেঘের রংমিলান্তি অফুরান

-


1 SEP 2020 AT 19:10

ধ্বংস, তবু প্রত্যাশা
প্রার্থনা নতুন প্রানের
ধ্বংস, তবু পাখির গান
মিষ্টি সকাল, নতুন সূর্য
ধ্বংস, তবু হাত ধরাধরি প্রেম
ভালোবাসার অঙ্গীকার
এ ধ্বংসের মাঝেই কি শুরু
তবে প্রকৃতির বহমানতা!
এগিয়ে চলা....আরম্ভ জীবনের প্রতি ক্ষনে।

-


3 AUG 2020 AT 19:33

মায়াজালে বন্দী আমিত্বের আমি, আমরা
যেন জীনপরীর ছোঁয়ায়
এই মায়া সংসারে হাত পা নাড়ানো কাঠপুতলী
পায়ে পায়ে পূর্বসূরী দের সাথে হবে জমায়েত
একদিন আকাশের কোলে
কিছু দিন শুধুমাত্র নাট্যকারের সংলাপ বলে চলা...এটাই পূর্বনির্ধারিত

-


23 MAY 2020 AT 11:59

পাশে থেকো,সাথে থেকো,
অসময়ে থেকো,সময় তো সবার সাথ দেয়,
দুঃখে দেখো, সুখে তো মৌমাছির গুনগুন থাকেই!
এখন সময় কঠিন,
তাই সবাই সবার প্রিয়জন এই বোধ থাকলে
জীবনে চলার পথ সহজ হবে! এস,আজ আমরা
একটা বিরাট একান্নবর্তী পরিবারের রূপ দিই!
সবার মঙ্গল হোক!

-


20 MAY 2020 AT 9:34

ঝড় সামলে নিও তুমি
দুর্যোগের ঝড়
অসুখ মনের ঝড়
ঝড়ে ক্লান্ত হওয়া,ঝড়কে জয় করা
আমি নিজেকে ঠিক সামলে নেব।।

-


20 MAY 2020 AT 8:52

পুতুল বিয়ে
আচার মাখা
পাঁচ ঘুঁটি
চিলেকোঠার চার দেওয়াল
সাক্ষী সব অতীত বেলার!

গুবরে পোকা
একরত্তি
ছোট্ট জীবন
ভীষণ দামী!

মুখোশের আড়ালে মুখ
তাই নিয়েই সুখ!

-


Fetching Shree Poddar Quotes