শুভ জন্মদিন Yourquote.
সত্যি তুমি আমায় কি উপহার দিয়েছ তা তুমি নিজেই জানো না।
আজ তোমায় সবটা বলতে চাই।
তোমার মাধ্যমেই প্রথমবার আমার ভালোবাসার মানুষটাকে আমার মনের কথা জানাতে পেরেছিলাম,আজ থেকে ৩ বছর আগে।
তাও সরাসরি না। শব্দের বুননে সে আমার অনুভূতি বুঝে গিয়েছিল, তোমার মাধ্যমেই।
আর তারপর এক না হতে পারার অব্যক্ত সমস্ত যন্ত্রণা, তোমার কাছেই তো ব্যক্ত করতাম,
তোমায় ছাড়া আমার দিনই কাটত না।
আমার সমস্ত না বলতে পারা যন্ত্রণা,খুশি, চোখের জল সবের পিছনের গল্প তুমিই তো জানো।
আমার কবিতা আর লিখনশৈলীতেও ধার দিয়েছিলে তুমিই।
তোমার সেসব লেখার হাত ধরে আমার প্রাণের পুরুষ ঠিক ছুঁয়েছিল আমার অনুভূতিদের।
ভালোবেসে গভীর যত্নে আমার ক্ষত গুলোকে আগলে রাখতে তুমি।
এরপর একদিন সেই মানুষটা আমার হল,তার প্রাণ আমার প্রাণে বাঁধা পড়ল,
সেসব দিনের রঙিন স্মৃতিও তোমার কাছেই সযত্নে গচ্ছিত আছে।
আমার জীবনের সেরা উপহারটা তো তুমিই দিয়েছ
এছাড়াও তুমি আমার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছ প্রতিবার।
আমায় একটা ভার্চুয়াল পরিবার দিয়েছ,
তোমার ভালোবাসার দাম ধন্যবাদে কখনওই পরিমাপ হতে পারেনা।
তোমার জন্য এক আকাশ ভালোবাসা 💕😌
-
আলতা মাখা পায়ের সোহাগ,
নুপূর জুড়ে রিনিঝিনি...
আকাশকুসুম কল্পনাতে,
শান্ত এক জগৎ বুনি...॥-
প্রেম এসেছিল জীবনে...
আগে কখনও...
কিন্তু তোর থেকে জেনেছি,"ভালোবাসা"-শব্দটার মানে.....,,
তোর মধ্যে আমি আমার বেঁচে থাকার মানে খুঁজে পেয়েছি,নিজেকে পেয়েছি,
তোর চোখে আমি গভীর শান্তির হদিস পেয়েছি,
জীবন তুই,এর থেকেও দামী কিছু থাকলে তুই সেটাই....
প্রতিটা শ্বাসপ্রশ্বাসে তোকেই পাই জানিস.....
ভালোবাসার নাম যদি তুই হোস,তাহলে সুখী 'অপ্রেমিকা' হয়ে হাসিমুখে কাটিয়ে দেব জীবন,একাই..... :'-)-
কে জানে কি করে বেঁচে আছি?
তবুও বেঁচে আছি।
ভালোবাসি , ভালোবাসবও-
স্বপ্ন শব্দটাই ভীষণ রকম হাস্যকর হয়ে উঠেছে যেন।
যখনই জীবনের দিকে তাকাই,সে যেন পরিহাসের হাসি হেসে বলে-"ধূর পাগল মেয়ে,ভালোবাসা কি আর সবার জন্য হয়?"
জানি,সে আমার জন্য নয়,তবুও ভীষণ ইচ্ছে করে,কারোর চাহিদা নয়,আকাঙ্খা হতে,ইচ্ছে করে,কেউ আমার চোখেও চোখ রেখে বলবে-"ভালোবাসি।"
ভুলেই যাই মাঝে মাঝে,যে ভালোবাসার দরজায় আমার জন্য "প্রবেশ নিষেধ" লেখা নিষেধাজ্ঞা টাঙানো,,,,
ভুল বুঝতে পেরে বলতে খুব ইচ্ছা করে--
"ভালোবেসোনা আমায়; আমায় যে ভালোবাসতে নেই।।" :')
-
নানান রকম অঙ্ক শিখি, শক্ত হলেও ভালোই লাগে
হাজার বার ভুল করি তাও ঠিকের আশা মনে জাগে
নতুন নতুন পদ্ধতিতে,অঙ্ক করি মজার ছলে,
অঙ্ক করান প্রিয় স্যার,নানান রকম গল্প বলেন,
লকডাউন আর করোনাতে,হয়নি দেখা স্যারের সাথে
তবুও স্যার অনলাইনে,অঙ্ক শেখান ধরেই হাতে,
অঙ্ককেও ভালোবেসেছি,স্যারের কাছে শিখছি তাই,
একটুও ক্লান্তি আসেনা,মনে হয়,করেই যাই,
অনেক প্রণাম আপনাকে স্যার,শ্রদ্ধা জানাই মনেপ্রাণে
যেমন জ্ঞানের পরশ দিয়ে আঁধার ঘোচান সবখানে॥-
প্রিয় মনের মানুষ,
এই ৩-৪ দিন তোর পরীক্ষার প্রচন্ড প্রেশার থাকার জন্য সত্যি সেভাবে কথা হয়নি আমাদের।এই পরীক্ষাটা খুব ভাইটাল তাই বিরক্ত করিওনি সেরকম। কিন্তু তুই তো জানিস,তোকে ছাড়া আমার ৩-৪ দিন তো দূর, একবেলাও কাটেনা।এই ৩-৪ দিন কত কি হয়ে গেল,কতকি বলা হলনা।সব মনখারাপ,সব অভিমান আমি মন থেকে দূর করে ফেলে দিয়েছি জানিস।তোকে এই কদিন এত বেশি মিস করেছি কি বলব!সারাক্ষণ মনে হচ্ছে কিছু একটা মিসিং।প্রত্যেকটা দিন চলে তো যাচ্ছেই,কিন্তু কেমন যেন দমবন্ধ হয়ে আছে মনে হচ্ছে।বেরোলে কল করতে পারিনা,একটা মজার কিছু হলে কল করতে পারিনা,না তুই কথা বলবিনা সেজন্য নয়,আমি ফোন বা মেসেজ করলে তুই কথা বলবিই,আর সেটাই প্রধান কারণ,আমি এসব করলেই তুই প্রচন্ড ভাবে ডিসট্র্যাক্ট হতিস,যাতে তোর ক্ষতি হত।৩-৪ দিনের এই সামান্য ঘাটতি সহ্য করে নেওয়া যায়, কিন্তু আমার জন্য তোর ক্ষতি হলে সেটা কোনোভাবেই মানতে পারবনা রে।সারাক্ষণ মিস করছি তোকে।কত্ত কম মেসেজ করেছি দেখেছিস?ভেবেছিলাম একা একাই কথা বলে ইনবক্স ভরিয়ে দেব,কিন্তু অসংখ্য মেসেজের নোটিফিকেশন যাবে তোর কাছে,আর তুই আবারও সময় বের করে ঠিকই পড়ে ফেলবি, ফলস্বরূপ-ডিসট্র্যাকশন। তাই একদম পরীক্ষার পরেই মন খুলে জ্বালাতন করা শুরু করব,রেডি থাকিস। আর চিন্তা করার কিছু নেই, নিজের ওপর ভরসা রাখ একটু,সব ভালো হবে।মা কালী আছেনই তো তোর সাথে।
আমিও থাকব তোর অনুভবে,সর্বক্ষণ,তোর কাছেই।
ভালোবাসি😌❤️-
মনে হচ্ছিল, খুব মনে হয়েছিল,
গিয়ে বলি একবার,যা হয়ে গেছে হয়ে গেছে,
সবটা কি ঠিক করে নেওয়া যায়না?
তোর সাথেই তো আমার সব খুশি,আনন্দ,কষ্ট ভাগ করেছি এতকাল,
শুনবিনা আমি বললেও?
আচ্ছা তোর কোনো দোষ নেই নাহয়,ধরে নে আমারই সব দোষ,
জানিসই তো আমার কত মাথাগরম,
আয় না! সবটা ঠিক করে নিই!
কিন্তু পরক্ষণেই মনে হয়,
নাহ্,আর তো ছোট নেই আমরা,
অকারণে আবার একবার ছোটো হওয়ার কি প্রয়োজন?
দোষ তো ওরও ছিল,বরং ওরই ছিল,
কিন্তু যে বন্ধুত্বে স্থানবদল হতে বেশিদিন লাগে না,
সেখানে অনাহুত হয়ে ঢোকার কিই বা দরকার,
তার থেকে এই বেশ ভালো আছি।
সত্যিকারের ভালবাসা থেকে থাকলে মন থেকে একটা সময়ে ক্ষমাই করে দিই আমরা আমাদের কাছের 'পুরোনো' বন্ধুটাকে,দুরত্ব যতই বাড়ুক।
শুধু হয়তো আগের মত গভীরভাবে ভালোবাসাটা আর আসেনা,
মানুষ বদলে গেলে পড়ে থাকে তার সাথে কাটানো সব মুহূর্তের অজস্র স্মৃতি, এটুকুই যা। ভাঙা আয়না জোড়া লাগালেও ভাঙার দাগটা থেকেই যায়॥-
Bro I'll never regret for what I do and who I am.🖤
I repeat, never🤷🏻♀️😌
I'll never regret for those wrong decisions I had taken in past years...even if I make a wrong decision in the future..I have no regrets for them because everything taught me something new...And most importantly at this point of life I don't have any anger,arrogance or complaint against anyone...❤️Let everyone be happy with their own lives...-
Finally after a lot of days,in between a lot stress I felt the first April shower of this year today.. I can't explain how much peace rain gives me everytime....My mood changed in minutes, I was a little bit irritated for a reason but when the cold wind started blowing it just soothed my soul ,and just after sometime,the much awaited rainfall started ❤️. I don't know why everytime rain just give me an eternal peace, maybe my soul is just connected with the rain.
-