QUOTES ON #টেনশন

#টেনশন quotes

Trending | Latest
2 SEP 2020 AT 22:17

স্ক্রিনশটের দল গ্যালারিতে বসে,
ড্রামা দেখে খুব মন দিয়ে,
মাঝরাতে চুপচাপ জানলা খুলে,
জল উড়ে যায় বাষ্প হয়ে;

নো–অ্যাটেনশন, ভেরি–টেনশন,
ভুল করে যদি একটা কল;
ওপাশ থেকে ভাসে যান্ত্রিক-শব্দ,
“এই নাম্বারটি নট–রিচেবল্!”

-


27 OCT 2022 AT 7:08

টেনশনের সময়
সাধারণ জ্ঞানগুলো মনে থাকে না ।
কিন্তু অসাধারণ অসাধারণ
ভাবনা চিন্তা মাথায় এসে খেলা করে ।

-


12 OCT 2021 AT 6:10

টেনশন ভালো লাগে আমার
শুধু তোমার ভালোর জন্যেই

-


29 MAR 2022 AT 8:26

এই বুঝি চলে এলো
পরবর্তী স্টেশন,
তাই নিয়ে শুধু টেনশন।

-


19 OCT 2021 AT 21:48

#শুভ_রাত্রি

পৃথিবীর সবকিছু নাকি অস্থায়ী।
"কাল কি খাব",
শুধু এই টেনশনটা স্থায়ী।।

-