QUOTES ON #ছায়া

#ছায়া quotes

Trending | Latest
26 JAN 2022 AT 10:38

-


3 DEC 2021 AT 8:14

-


1 AUG 2021 AT 9:45

এই সম্পর্কের থাকে না যে সীমানা,
বন্ধু সেই, যে তোমার হৃদয়ের ভাল লাগার সুর - তাল - লয় জানে। সেই সুর তুমি হারিয়ে ফেললেও, সে তোমায় মনে করিয়ে দেয় প্রতিবার।
আয়না এবং ছাতার মতো বন্ধুত্ব হোক চিরকালীন কারণ আয়না কখনও মিথ্যে বলে না এবং ছায়া কখনও সঙ্গ ছাড়ে না।

-


21 FEB 2019 AT 1:01

ছায়া মানুষ
বেদুইন মনবাসরে,
শব্দ চাতক ক্লান্ত কবিরে কয়,
’ধ্বনি তো তুমি তুলেছ অনেক,
প্রতিধ্বনিতে আজ কেনো ভয়?’

প্রহরী ছিলো শরীর জুড়ে,
গবাক্ষ পারাপারে অকুতোভয়,
কোমল বুকে রেখেছিলাম তোকে,
সেলের আঘাত কেমনে সয়!,
কালো রাত্রির বিবরে শুয়ে,
আজ যে রক্ত ক্ষরনে শুধু ভয়!

গোলাপের রঙে প্রস্ফুটিত হৃদকুসুম,
ভৈরবীর রাগিণীতে কাটত বিলম্বিত ঘুম।
লজ্জার বস্ত্রটা কেড়েছে রজনী আমার ,
বাঁকা শরীরে নিরবে দিয়ে শীতঘুম,
চাপা আর্তনাদ বিপন্ন বলয়ে রয়ে
কুহক স্বপ্নে ছায়া মানুষ দিত চুম।










-


13 AUG 2019 AT 21:03

দুঃখ ভরা অজানা বাতাসে
অশ্রু ভরা বৃষ্টির ফোঁটা, চক্ষু কোণে
লোডশেডিং-এ, অন্ধকারে সখী মোমবাতিও গেছে নিভে
এমন সময় বড্ড আপন, নিজের ছায়াই দাঁড়ালো পাশে !

-


24 AUG 2020 AT 1:05

আলো আঁধারি খেলায়,
ছায়া হয়ে রয় মন—
স্বপ্নরা আসে জোনাকির আলো নিয়ে।

-


22 OCT 2021 AT 11:30

অপেক্ষার ঘামে অপেক্ষা ভেজে
শেষ বিদায়ে অশ্রু নিলাম
স্পর্শকাতর খণ্ডচিত্রে
তোমার ছায়াকে মুক্তি দিলাম।

-


18 FEB 2019 AT 19:38

দেহের ওজন মাপতে গিয়ে ছায়া তোমায় দেখি
শরীরতত্ত্ব ছেড়ে তখন মনস্তত্ত্ব এ কী!
ছায়ার মানে শুধুই কী তা, যা রয়ে যায় স্পর্শের বাইরে?
নাকি ছায়া মানে ছায়াপাতও, যার ছাপ স্পষ্ট মনের উপরে?
ছায়া মানে তো ছায়াসঙ্গী'ও, একত্রে যারা পথ চলে
অভিনয়কে বিদায় দিয়ে যারা, প্রেম ডাকে পবিত্র সলিলে;
ছায়া'তো সে যে কম্পাসহীনেই সকলকে রাখে ছায়া আবৃত
ছায়া আমাদের বন্ধু তথা বাস্তবে অতিরঞ্জিত,
আবার এই ছায়াতেই কখনো রচিত হয় মরণ ফাঁদ
এপারে বসে শ্রবণ ইন্দ্রিয়ে মরণোত্তর আর্তনাদ,
কখনো এই ছায়ার তলেই ক্লান্ত পথিক ঘুমিয়ে পড়ে
আবার এই ছায়াই কখনো ভাঙাচোরা পরিবার গড়ে,
ছায়া নামের মধ্যেই যেন আহত শান্তির এক নিঃশ্বাস
ছায়া তুমি ছায়াছবি হয়ে ছন্দে রেখো সুবাস।

-


18 FEB 2019 AT 19:00

লোকমুখে শুনি আমি ছায়া মানেই প্রতিবিম্ব ছায়া ঘেরা রঙিন আলো...
আঁধার সরিয়ে প্রত্যক্ষদর্শীরা দেখলেই বলে তা কালো...
ছায়া বিনা নয় জীবন অচল, তবুও প্রদান করে পূর্ণতা...
মানুষের ন্যায় সেও বেইমানি করে, যখন আঁধারে নামে স্তব্ধতা...
ছায়া যেন অনাবশ্যক, সাথে থাকলেই বোধ করে কেউ অস্বস্তি...
তার অনুপস্থিতিতেই শান্তি মেলে, অপরাধীরা করে মস্তি...
ছায়ার মাঝেই কেহ ভ্রান্তপ্রত্যক্ষে খুঁজে ফিরে সুসজ্জিত রাখে জিয়া...
ভালোবেসে সুদক্ষ কারিগর সেজে উষ্ণ প্রলেপের তলে স্থিত হিয়া...

-


21 APR 2020 AT 20:52

আমার শহরে আমি আজ বড্ড একা কোথায় খুঁজে পাবো তোমার দেখা।
যেদিকে তাকাই শুধু ,
তোমারি ছায়া পাই, তুমি ফিরবে বলেছে হৃদয় তাই আজও পথ চেয়ে রই, তুমি শুধু নাই... নাই... নাই...

-