QUOTES ON #গোধূলি

#গোধূলি quotes

Trending | Latest
8 MAR 2021 AT 23:26

সন্ধ্যে নামে শহরজুড়ে , ওলি গলিতে স্মৃতির কবর
বসন্তেও যে বৃষ্টি নামে, কেই বা রাখে সেই খবর?

-


21 JUL 2020 AT 10:00

বৃষ্টি দেখা ভোরের আলো,
ভোরের শিশির স্বপ্নে মেখে, তুমি থাকো বড্ড ভালো।
সকালের রোদে আঁচড়ে পড়ুক, ভালোবাসার ছায়া,
গোধূলির রংমহলে, তোমার অস্তিত্বের মায়া।
ভোরের আলোয় পুড়বে ক্ষত, জাগবে নতুন প্রান
দিনের শেষে ঘরে ফেরা ক্লান্ত পাখিও, গাইবে আবার গান।
সকাল হোক সোহাগ মোড়া, তোমার ছোঁয়াচে আদর মাখা
বৃষ্টি মুখরিত সকাল জুড়ে, আমার স্বপ্নদেশে তোমার কল্পমূর্তির দেখা।

-


25 AUG 2021 AT 15:52

-


2 DEC 2019 AT 19:23

লেগে থাকে আহত ঘড়ির কাঁটায় কাঁটায়;
নির্মম বাস্তবতায় নেমে আসে শব্দহীন স্তব্ধতা!
চিলেকোঠায় তুলে রাখা কিছু দুপুর ফেরাতে চেয়েছো বারবার!!
রেখেছি বেঁধে গুল্মলতায়;
ছায়াকে সঙ্গী করে রাতের উল্কারা ছুটে চলে
যেখানে শুধুই আঁধার।
ফের পাড়ি দিই ফেলে আসা স্মৃতির কোলাহলে;
সুখের অনুভূতি গুলোকে নিশ্চুপ কাঁদতে দেখে,
অস্থির হয়েছিল শরৎ গোধূলি লগ্নে।।

-


25 AUG 2021 AT 10:04

-


6 FEB 2020 AT 16:11

ব্যালকনিতে বৃষ্টি-প্রেম,
গোধূলিতে মনখারাপি-মিছিল,
হেডফোনে অরিজিৎ,অনুপম,
চোখের তারায় মিশছে নীল।।

-


22 DEC 2021 AT 9:41

-


24 APR 2020 AT 0:21

বিকালের রোদ লালচে আভায়, মিলিয়ে যায় অস্তাচলে।
আকাশের পাখি ফিরে যায় ঘরে, না-বলা গল্প বলে।

-



সুনীল জলরাশির বুকে ভাসিয়ে দিলাম ইচ্ছে জাহাজ।
অনন্ত সলিল সাক্ষী থাকে ফেরারী নাবিকের কম্পাসের কাঁটার।
হয়তো তোমার আমার বৃত্ত আবার হবে সমকেন্দ্রিক।
তাই তো আমার ভ্রাম্যমাণ মন শুধুই জাহাজের মাস্তুল আঁকড়ে ধরতে চায়।

তুমি গোধূলিবেলার সিঁথিতে লাল রঙ ঢেলেছো।
তবু বেলাশেষের অতৃপ্ত সুরে ধরা দিতে পারোনি।
তাই আমি প্রহর গুনি,তোমায় নতুন করে হারাবো বলে।
না ভালোবাসা নয়, এ এক মৃত্যুটান।

তবু যদি কখনও মাঝ সমুদ্রে সন্ধ্যা নামে,জেনে রেখো
কখনোই হারিয়ে যেতে দেবো না এই গোধূলিবেলা কে।
শেষ বিকেলের আলোয় তোমার কনীনিকায়
খুঁজবো ফেলে আসা গানের অন্ত্যমিল।
তখনই তোমার কম্পাস কেঁদে উঠবে,
প্রেম বিদ্যুতের বিষে তখন হিয়ার রঙ সুনীল।।

-✒কাশফুল

-



গুচ্ছ খানেক গল্পের সম্ভার নিয়ে..
তার ওই মায়াবী গোধূলি রোশনা,
হয়েছে পাগলপারা মোদের এড়িয়ে..

বিকেল পেরিয়ে সন্ধ্যা নামে,
পাখিরা যায় উড়ে চুপিসারে..
বয়সের ভার নিয়ে বুড়ো বট গাছটা,
একাই দাঁড়িয়ে থাকে প্রশান্ত পুকুরপাড়ে..

-