ঠিকানার নেই কোনো বেদনা।।।
এ জীবনে শুধু,
ভালবাসা সুদূর,
কান্নার ই নাম শুধু,
কান্নার ই নাম।।।
-
কান্নার শব্দ
।অভিজিৎ ওঝা।
বঙ্গ বাসি আজ কাদছে না হাসছে
এটা বড়ো বোঝা দায়
চারি দিক যেনো চুপ করে রয়েছে
যেন থমকে গেছে জগৎ বুঝি
শুনেছি চাকরি হারিয়েছেন বহুজন
দিন অনা দিন খাওয়া মানুষ গুলো
ঠেলা গাড়ি নিয়ে আর বেরোয়না
তাদের কোনো উপায় নেই আর
যারা চাকরি হারিয়েছে ।
তারা মাথা কুটলেও চাকরি পাবেন
আর যারা দিন মজুর
তাদের গাড়িতে কেউ চাব্বেনা।
পড়ে পড়ে কেদে যাচ্ছে
দুধের শিশু আজ
জানি একদিন বদলে যাবে এই সময়
ঘরের শিশু কাদবেনা
হেসে বেড়াবে সারা ময়
আজ আমি খুব লাঞ্ছিত দুঃখিত।
পারিনি করতে কোনো সাহার্য্য
শুধু শুনে গেছি
চারিদিকে ছোটো শিশু দের
কান্নার শব্দ ।
-
চোখের তারায়
তোমাকে খুঁজে পায়।
কাজল কালি হয়ে ঝড়ে পড়ে
শুধু তোমাকে মনে করে।-
মধ্যবিত্ত পরিবারের বড় সন্তানরা চাইলেই
কান্না করতে পারে না,
কান্না ও হজম করতে হয়।
কি কপাল কান্নাটাও নিষিদ্ধ!
তারাও মানুষ, সেটা ভুলে যায় দুনিয়া।
""'দাবানল""-
কান্নার কোনো স্বরলিপি নেই
তাই তো যে কেউ যে কোনো স্বরলিপি এতে ব্যবহার করে চলে যায়...
কেউ জানতেও পারেনা....
কান্নার কোনো স্বরলিপি নেই...-
তুমি বরং ভুলে যেও
একটা মেঘলা সকাল,
দুটো ঝগড়ুটে চড়ুই,
কিংবা বৃষ্টিতে ভেজা ছাদে
অনেক গুলো অদেখা
ভালোবাসার গল্প!
=> সুমন্ত সীট <=-
কান্না শেখা সেই জন্ম থেকে,ভগবানের এ কেমন কীর্তি বলো,কাঁদলাম যখন আমি প্রথম আনন্দ পেলো সবাই কেমন।।
কান্নাকাটি কি সত্যি ভালো নাকি খুব কষ্টের গো?জানলে পরে আমাকেও বোলো,আমি তো জানি কান্না হলো অন্ধকারের আলো।।-