,,,,
-
দোষ আমার ছিলো না ,ভুল তোমারও হয়নি,
শুধু সময়-টা ঠিক ছিলো না.....!-
সত্যিকারের ভালোবাসার মানুষকে
কষ্ট দিতে নেই
তারা অনেক অভিমান নিয়ে হারিয়ে যায়
শত ডাকলেও ফেরে না-
দুঃসহ হয়ে ওঠে চারিপাশ, অন্ধকারে নিমগ্ন প্রকৃতি
আঘাতে আঘাত করাটাই কখনও বা হয়ে যায় রীতি।-
ভালোবাসায় হার জিত হয় না কি ;
শরীরের হয় আত্মার না,
একবার ভালোবেসে দেখুন,
আমরা মানুষ পাথর না ..
-
আজও প্রমাণিত...........
"আমার মতো অপোয়া যার জীবনেই থাকবে,
তার জীবনটাই নরকে পরিণত হবে"..!!
-
আর যা কিছু বলার ছিল,
বলতে আমি পারিনি।।
মনে আজও তুমিই শুধু,
তোমায় ভালোবাসা ছাড়িনি।।
ভালোবেসে তুমি করেছো ছলনা,
তবুও থেকেছি চুপ।।
হৃদয় হয়েছে ছিন্ন - ভিন্ন ,
কষ্ট পেয়েছে খুব।।-
হালকা ব্যাথা,
যাবে না ঔষধে।
বুঝতে পারলে না তুমি,
আর ডাক্তার বুঝবে কি করে !!?!!-
নিজের কষ্ট বিনিময় করে
একটু সুখ পেতে চেয়েছিলাম
বরং, দুঃখ টাই বেশি পেলাম-