মেঘের কোলে অভিমান জমেছে
হয়েছে খুশিগুলো বাষ্পীভূত,
ধূসর আকাশের শীতলতার স্পর্শে
বেদনারা আজ ঘনীভূত।
মেঘের আকাশ জেদী ভীষণ
করছে বৃষ্টিকে উপেক্ষা ,
বৃষ্টিও পথ চেয়ে বসে
করছে মেঘের অপেক্ষা।
ঝরে পড়ুক বাঁধভাঙা মেঘেরা
ভেঙে যাক একরাশ অভিমান,
বৃষ্টি ভেজা গাছ মাটি শস্য শ্যামলে;
মুক্ত হোক ক্লান্ত আকাশ
স্নেহ মাখা সূর্যকিরণে;
হোক ঝলমলে ।-
आराध्य:महादेव
Deep thinker