QUOTES ON #আলতা_রাঙা_পা

#আলতা_রাঙা_পা quotes

Trending | Latest
24 JUN 2021 AT 23:42


রক্ত রাঙা আলতা পায়ে যাবো যেদিন ওই পাড়ে।
অন্য মানুষ আলাদা অনুভূতি শুরু হবে নতুন জীবন।

-হয়তো তুমি বলবে আমায় ..কি করে থাকবে অচেনা জায়গায়???
- আমি বললো.. "বিশ্বাস"...

যেটা রাখার দায়িত্ব এখন তোমার ❤️

-



..........

-


5 JUN 2021 AT 19:55

মা যখনপায়ে আলতা পড়ে
ঘরময় ঘুরে বেড়ায়!!
তখন মনে যেন‌ আমি স্বর্গে আছি 😇🤗

আর যখন আমার অদ্ভুত কাজকর্মে অনেক হাসে😁
তখন মনে হয়;
সব সুখ যেন তার মুখে খেলে বেড়াচ্ছে!!

ভালো থেকো মা💙💙
তোমায় অনেক ভালবাসি 😇🤗

-


5 JUL 2020 AT 16:12

আলতা রেখা ছুঁয়েছে মোর পায়ের পাতা,
তাই বাড়ছে এই মনের ব্যাকুলতা।
সে রাঙিয়েছে মোর প্রেমের কল্পকথা...
নূপুরের ছন্দে হৃদয় কে ছুঁয়ে যাক তোমার,
এই র‌ইলো ভালোবাসার বার্তা।

-


12 MAY 2021 AT 20:26

আমি আলতা পায়ে নূপুর পরে, আলতো হাসি হাসছি
চোখ দুটি তুই বন্ধ রাখ, আমি তোর কাছেতেই আসছি!

-