অন্তর্ঘাত
======
ভালো করে ভেবে দেখো যদি,আসলেই আবশ্যকতা নেই চরম শত্রু থাকায় !
প্রিয়জনও দিতে পারে জ্যান্ত কবর, যদিও ওঠেনা সে নাম মরণ খাতায়!
✍️ আখেরুল রহমান-
"অথৈ সমুদ্র তুই, আমি পাবো নাকো থৈ
তোকে কিছু বলার মত স্পর্ধা আমার কই!"-
অনুভূতি
------------
জীবন্ত প্রাণ শুধু মরীচিকার পিছনে
এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলে,
জানে অন্তিমে মৃত্যু, তবু তার খোঁজা চায়।
নৌকার মত ভেসে চলে শুধু
জনসমুদ্রে খোঁজে প্রিয় মুখখানি
যদি তার একবার দেখা পায় ।।
কেটে যায় দিন বছর মাস
চাতকের মত কাতর আর্তনাদে
চায় শুধু একবিন্দু ভালোবাসা।।
বারবার ব্যার্থতা কড়া নাড়ে,
বারবার হয় তার পরাজয়।
তবুও কমে না তার আশা।।
অবশেষে একদিন অবুঝ প্রাণ বোঝে
ভালোবাসা খুঁজে পায় অনন্তের মাঝে।
বোঝে ভালোবাসা নয়তো বস্তু,
ভালোবাসা অনুভূতির শুদ্ধতর অশ্রু........
✍️সারা
-
তুমিহীন ছয় মাসে বয়স বেড়েছে ছয়গুণ..
মাস পয়লার আবদার ঢেকেছে কর্তব্যের হিসাবে।
চোখের নীচে জমা কালির প্রলেপ গাঢ় হয়ে
বাড়ছে নির্ঘুম রাত্রিযাপনের নির্ঘণ্ট।।
আজকাল বেনিয়মের জীবনটায় নিয়মের শৃঙ্খল।
ক্রমে অভ্যস্ত হয়ে উঠছি কৃত্রিম রোজনামচায়।
ইচ্ছেগুলো লুকিয়ে রেখে মনের কুঠুরিতে
জমাচ্ছি শুধু মিথ্যে আবেগ রোজ।
তুমিহীন ছয় মাসে বয়স বেড়েছে ছয়গুণ..
বদলে যাচ্ছে রোজ সম্পর্কের পারস্পরিক দায়ভার।
ধূসরতা গাঢ় হয়ে জমাট বাঁধছে মনের ক্যানভাসে
বাড়ছে শীতলতা একাকী প্রলাপে ।
আজকাল বেহিসাবি মনে হিসাবের খেরোখাতা।
শিখে যাচ্ছি দেখো রাখতে জীবনের হিসাব।
অভিমান ভাসিয়ে দিয়ে জীবন স্রোতে
করছি শুধু মিথ্যে সুখের খোঁজ।
তুমিহীন ছয় মাসে বয়স বেড়েছে ছয়গুণ..
বাস্তবতার প্রখর তাপে পুড়ছে কাল্পনিক জগৎ ।
অতৃপ্তির করাল কালো ছায়া ক্লান্ত করে মন
ভাঙছে স্বপ্ন নিঠুর আঘাতে।
আজকাল চিরনবীন প্রাণে বার্ধক্যের আলাপন
ক্রমে বদলে যাচ্ছি আমিও সবকিছুর মতোই।
অশ্রু মুছে নিয়ে একাকিনী আমি
ভাসিয়ে জীবনতরী, হতে চাইছি নিখোঁজ।।
-
কত স্বপ্ন ঝরে পড়ে, কত হয় নিখোঁজ..
আকাশের বুক থেকে তারা যেমন,
হারিয়ে যায় রোজ...
-
তোমার অগোচরে তোমায় ভালোবাসি,
প্রকাশ্যে ভালোবাসার অধিকার থেকে চির
বঞ্চিত এই আমি,
তোমাকে ভালোবাসি আমার কল্পনায়।
কখনো ভালোবাসি বলতে না পারার অক্ষমতা
নিয়ে এই আমি,
তোমাকে ভালোবাসি আমার গোপনীয়তায়।
শুধু চাই তুমি ভালো থেকো ,
ভালো থেকো ভালোবাসার দেশে।
আমি তো রইবো সব ভুলে
চিরকালীন নির্বাসনের দেশে।
— % &-
ঈদের প্রার্থনা
=========
দূর হয়ে যাক দ্রুত এই করোনার কাল,
ঈদের আগমনে আসুক খুশির সকাল !
চারিদিকে হানাহানি ভেদাভেদ দূর করে
সাম্য,প্রেম-বার্তা আসুক ঈদের হাত ধরে !
যাঁরা চলে গেল পরপারে নানান কারণে,
ঈদের দোয়াও থাক কিছু তাদের কল্যাণে !
মহামারী রোধে লড়াই করছে আজ যাঁরা,
ঈদের প্রার্থনা তাঁদের দিক খুশি,সাহারা !
যাবতীয় অকল্যাণ আর অজ্ঞতার কালো,
নাশ করে দিক দ্রুত ঈদের অমল আলো !
চাই জগতের সকলের খুব ভালো হোক,
সবাইকে শুভেচ্ছা জানাই,ঈদ মোবারক!
✍️ আখেরুল রহমান-
একটা দুটো প্রেম হোক চারিপাশে
কয়েকটা প্রজাপতি উড়ে যাক আশেপাশে।
কিছু গল্প জমুক অচেনা শহরের বুকে
রঙিন স্বপ্ন ভাসুক ডাগর কোনো চোখে।
-
আবারও পিছে ফিরে চাই,
একবার শেষ বারের মত দেখে নিই
সাজানো বাগান, ফুলেল বিছানা আর
যত্নে গড়া মিথ্যে সংসার।
-
তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো!
সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি-
দেখা দাও, দেখা দাও,
পরমুহূর্তেই ফের চোখ মুছি।
হেসে বলি,
তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি!
___ সুনীল গঙ্গোপাধ্যায়-