Riya Roy Soudh  
532 Followers · 46 Following

read more
Joined 26 July 2020


read more
Joined 26 July 2020
27 DEC 2021 AT 23:59

আসলে অনেকের অনেক কথাই গায়ে লাগে মনে কষ্ট হয়🙂 শুধু ভাগ্যটা সাথ দিলে আর সময় টা ঠিক হলে....সব কিছুর উত্তর দিব🙂✌️💯

-


18 JUL 2021 AT 11:38

ডাকবাক্সে পড়ে চিঠি...
স্টেশনে এসে রয়েছি বসে,এই তুমি এলে বুঝি।
কত কাল গেলে কেটে,কত গেলো দিন
এই আক্ষেপে অপেক্ষাকৃত চুকিয়ে দিবো ঋণ...।

-


3 JUL 2021 AT 9:20

প্রশ্ন করেছি বৃথা
আগেই বোঝা উচিত ছিল..
সবটাই ছিল একতরফা 🙂

-


2 JUL 2021 AT 14:54

হয়েছে রাতের আঁধার...!

বিচ্ছেদ ঘটেছে বহুকাল আগে

এখন বলা বেকার।

-


30 JUN 2021 AT 10:53

সম্পর্ক রয়ে যায়
মুখের মধ্যে মিষ্টি হাসি অন্তরে তিক্ততা রয়।

অনেক কথা বলার থাকে পরিস্থিতি বাঁধা দেয়
শুরুতেই তাই অনেক সম্পর্ক ভাঙ্গার পথে পা বাড়ায়।

-


29 JUN 2021 AT 9:10

পূর্ণতা পাক ভালোবাসায়

আমি আজও আমার মত
একতরফা ভালোলাগায়..!

-


28 JUN 2021 AT 20:45

অবশেষে যদি মনে হয় আবার আমার কাছে আসা যায়
তবে তুমি ভুল করছো..! তোমাকে ছেড়ে থাকার অভ্যাসে তুমি আমায় অভ্যস্থ করে তুলেছো .... এখন তাই আমি বলবো......তুমি এবার
"ফিরে যেও"

-


26 JUN 2021 AT 15:00

নতুন করে হবে শুরু আমাদের জীবন....

-


26 JUN 2021 AT 9:35

উত্তর পাবার আশায়
বিবেক বলে - এটা ঠিক নয়, তাই
চিঠি আজও ডাকবাক্সের খাঁচায়।

-


25 JUN 2021 AT 9:19

বাতাস হল প্রাণ
স্বাভাবিক ছন্দে ফিরতে হলে
করো বৃক্ষ রোপন 🌳

-


Fetching Riya Roy Soudh Quotes