তোকে ছাড়া❤
তুই ছাড়া ভোর একলা বড়,তুই ছাড়া দিনমানে
তুই ছাড়া তাই ব্যস্ত শহরে নিঝুম দুপুর নামে।
তুই ছাড়া মন খাতার পাতায় দাগবসন্তী খেলে,
তুই ছাড়া সে আরও জড়ায় তোরই কথার জালে।
তুই ছাড়া কেন রোদ্দুর দিনে মেঘ ঘনিয়ে আসে,
তুই ছাড়া কেন দিন গুলো সব মনকেমনে ভাসে।
সন্ধ্যা হলে শহর সাজায় হাজার আলোর মালা,
পাখিরাও জানে সময় হল এবার ফেরার পালা।
তুই ছাড়া যেন কেমন করে সন্ধেও নামে ধীরে,
তোকে ছাড়া মন একপা চলে না,বারবার আসে ফিরে।
তুই ছাড়া তাই দীর্ঘ দুপুর,একলা যে রাতবাতি
তুই ছাড়া বল কে আছে মনের সারাক্ষনের সাথী।।-
আমি জানি,
তুই আজ অন্য কারো ভোরের আলো,
তোর পৃথিবীতে আজ অন্য মানুষ,
তোর চারপাশ জুড়ে কত সুখ, কতই না মায়া,
কিন্তু অনুভূতি,
কেউ বলে তোর ওই মিষ্টি হাসির কথা,
কেউ কি নেশা করতে চায় ওই চোখ দুটো নিয়ে,
কেউ বলে তোকে হাসলে কতটা সুন্দর লাগে,
কেউ কি তোকে নিয়ে গল্প লেখে,
আচ্ছা তোর না কবিতা করা মানুষ
প্রিয় ছিল , আজও কি ভালো লাগে?
আচ্ছা তুই কি তারও চোখের দিকে
তাকাতে ভয় পাশ, তার চোখ দুটো ও কি তোকে
হারিয়ে নিয়ে যায়,
জানিস অনুভূতি মিথ্যে বলব না,
আমিও অনেক চেষ্টা করেছিলাম তোকে ভোলার,
অন্য মানুষ কে ভালোবাসতে, কিন্তু জানিস
পারি নি, যতবার মনে হয়েছে , পারি নি,
ওই চোখ গুলো তারা করে বেড়ায়,
তাই নিজের সাথে নিজের এই লড়াই
শেষ করে দিয়েছি, হৃদয় টা তোর অপেক্ষা করতে চায়,
আর এই বুদ্ধি বলে না কেন করবি?
ও করেছে! ও কি তোর এই পাগলামি কে মেনে নিয়েছে!
নেয় নি, তুই ও মানিস না!
কিন্তু আমি তো প্রেমিক
তোর প্রেমিক, অভিশপ্ত বটে,
তবে তোর প্রেমে যে আমার মুক্তি রে,
আমি জানি আমার ভালোবাসার বিন্দু মাত্র
দাম নেই আজ,তোর ওই চোখের জলে
এই লেখা টা আশ্রয় পাবে না,কিন্তু কি করবো বল তুই আমার ঘর ছিলিস, থাকবি চিরকাল।-
সুরের আবেশে আকর্ষিত হলে হৃদয়,
হারিয়ে যেতে চায় কল্পনায়।
কাছে পেতে চায় কল্পনাবিলাসী তোকে,
কতকিছুই না সুসজ্জিত হয় ক্ষণিকে দুচোখে।
আঁকড়ে ধরতে চায়, স্বপ্ন দেখতে চায়,
পাশে পেতে চায় ,আগলে রাখতে চায়,
কিন্তু হায় !!!!
তবুও তাকে ফিরতে হয় বাস্তবের কঠিন মাটিতে,
অনুভূতি-প্রেম-আবেগ ভোলে স্বপ্নকে বিদায় দিতে।
ভবিষ্যতের আশায় জাগে কল্পনা
একাকীত্ব রাতে দেয় সে হুংকার,
জানিনা ভাগ্যে কি আছে লেখা,
আদতেও সেই কল্পনার তুই হবি কি আমার??-
________আমার তুই _________
আমার তুই আছিস জুড়ে ফোনের গ্যালারিতে,
আমার তুই আছিস জুড়ে আমার হৃদ মাঝেতে।
আমার তুই আছিস জুড়ে ছবির আনাচে কানাচে,
আমার তুই আছিস জুড়ে পেনের ডগার কালিতে।
আমার তুই আছিস জুড়ে চোখের নোনা জলে,
আমার তুই আছিস জুড়ে মনের অভিমানে।
আমার তুই আছিস জুড়ে বর্ষা বিকেলে,
আমার তুই আসিস ছুটে ঘুমেরই দেশে,
আমার তুই আমায় ভুলিস মিছে।
আমার তুই আছিস জুড়ে আমার স্মৃতির পাতায়।
শেষে,
চলে যাওয়া দিনগুলির ফেলে আসা স্মৃতি গুলি,
কতটুকুই বা ধরা দেয় ছবিতে।।
-
তুই আমাকে হারাতে চাস না,
প্রেমের বাঁধনেও জড়াতে চাস না।
তোর দিনের আলোতে অস্পষ্ট আমি
দেখা করিস তাই দুঃখ জড়ানো রাতে।
না! পারবো না কখনো যেতে
ছেড়ে তোকে চলে।
অদৃশ্য কক্ষপথে,কেন্দ্র করে ঘুরছি তোকে..
তোর অন্ধকার রাতগুলোকে আলো করবো বলে।।-