Somenath Pal   (সোমনাথ পাল)
26 Followers · 25 Following

স্টুডেন্ট
Joined 11 October 2018


স্টুডেন্ট
Joined 11 October 2018
10 JUN 2019 AT 9:57

.........শিশু নয় সমাজ ধর্ষিত........
৪ বছরের মেয়ে আজ ধর্ষিত হয় সমাজের আঁধারে,
তাকে দেখে সবাই বলে আহারে!
বছর চারের শিশু জানেই না সে কি হয়েছে তার?
আসলে কিছু মানুষবেশি অসুর দিয়েছে ছেঁটে শৈশব যার।
মা বাবা দুঃখ পেয়ে বলে নেবো বদলা,
পুলিশের কাছে গিয়ে সব বলে ওই নিষ্পাপ অবলা।
থানা থেকে পুলিশ কাকু পাঠালেন হাসপাতালে,
প্রমান পেতে সেখানেই তার পরীক্ষা হবে!
আবার তাকে উলঙ্গ হয়ে দিতে হল পরীক্ষা,
সমাজ যেন আবার তাকে দেখল হতে ধর্ষিতা।
ততক্ষণে রঙ্গমঞ্চে ওকে নিয়ে শুরু হলো খেলা,
টিভি কাকুরা এসে বলল একটু ভালো করে যায় নাকি বলা?
মেয়ের ধর্ষনের গল্প করা তোরা কি আর বুঝবি!
তবু তো তাকে পেতে হবে সুবিচারের আতসবাজি।
দিন গড়ালো তড়তড়িয়ে,
ততক্ষনে ঘুষ নেওয়া ওই স্কুলে জমেছে বিক্ষোভের রেশ।
এখানেই নয় শেষ,
এবার এলো রাজনীতি বেশ,
বলেছে তারা তুমি বিচার পাবেই শেষমেশ।
সত্যি ই বলছি দাদা আজব এক দেশে আমরা করি বাস,
যেখানে শিশুর শরীর ভক্ষন করে হয় না কারাবাস!
যতই করি না আমরা মেকি দিবস পালন,
আমরাই তো পারি না করতে ঠিক কীটরুপী আচরণ।
শুধু শিশুর মন শৈশব হল ক্ষতবিক্ষত,
কেননা সমাজের কাছে সে আজ ধর্ষিত।।

-


12 MAY 2020 AT 22:57

রঙ্গিন সে তো অলীক কল্পনা
মনের কোনায় আলো
সাদা কালোটা বাস্তবতা
তা আমার জন্যই , আমারই ভালো. 🙂

-


7 MAY 2020 AT 11:35

দীর্ঘস্থায়ী প্রিয় জিনিস হারিয়ে ফেলার পর..

একলহমায় বেড়ে যাবে,অভিজ্ঞতার দর।

-


7 MAY 2020 AT 11:34

এই দাবদাহে ক্লান্ত পথিক জিরিয়ে নিতে চায়,
সবাই ছায়া খোঁজে, কেউ কেউ ছায়া হয়ে যায়..

-


6 MAY 2020 AT 17:25

যদি কাটিয়ে ওঠো মায়া,তবে,
প্রেম ফিরে আসবে আবার..

যদি,সত্যি মায়া কাটিয়ে ওঠো..
তবে,ভালোবাসা আসবে না আর।

-


2 MAY 2020 AT 7:00

আজকাল আর চিঠি লেখা হয়না।
চিঠি গুলো গন্তব্যে পৌঁছে না।
ঠিকানা বদল হয়েছে।
শুনেছি, ঠিকানা বদল হলে মানুষ ও বদলে যায়।

-


30 APR 2020 AT 22:17

কিছু কিছু ধূলো জমে আছে কাঁচে,
ডাকনাম গুলো আজও ভীষণ ছোঁয়াচে।
মরে যাওয়া জমিটা ভিজে গেলো নোনা জলে,,
চারা গাছগুলো কত কী যে কথা বলে!!

-


19 APR 2020 AT 18:53

মধ্যবিত্ত ভীরু প্রেম

ভাঙা চোরা সিঁড়ি,
টিমটিমে আলো
ছেঁড়া চটি জুতো ছেড়ে,
রাখা আমার বাসার দরজায়
দিন যায় দিন আনি, সবে ধন
টিউশনি।
পদার্থ বিজ্ঞানে পাশে খুলে রাখা
সারনীর পর্যায়।
হাঁটছে দিন, কাটছে দীন,
তিন দিন সাপ্তাহিক
বুনছে দিন, গুনছে দিন,
ছাদের কার্নিশে তিন শালিক
যে অসুখ ছিল চোরাবালি
দিয়ে ঢাকা
আমার মধ্যবিত্ত ভীরু
প্রেম তোমার কাছে রাখা।।

-


19 APR 2020 AT 12:20

তোমায় কখনো বলিনি ভালোবেসো,
নিয়ম করে খবর নিও।
তোমার সবটুকু আকাশ জুড়ে অন্যেরা ঘিরে থাকুক,
আমায় শুধু ওই খোলা চুলের অন্ধকার টুকুই দিও।।

-


17 APR 2020 AT 19:16

ভাল থেক শুভ জন্মদিন
শব্দগুলো আজও অমলিন!
বেখেয়ালে খুঁজে পাওয়া বই
জানান দিচ্ছে তুই আছিস কই?
বৃষ্টির জলে ধোয়া ঘরের ছাদ
ইচ্ছে করে ছুঁয়ে দেয়া হাত!
এখনও কি ভুল করে তুই,
একা একা ভাবনার শুধুই।
শুধু কাছে থাকার ছিল অঙ্গীকার,
যদি আর একটি বার,পাওয়া যেত আবার।
একদিন গোধূলী আলোকে,
মন নিয়ে খেলেছিল উদাসী বালকে!
সেদিনের চোখের ঝলকে।

-


Fetching Somenath Pal Quotes