Bishal Das   (Bishal)
30 Followers · 9 Following

Silent speaker!
Joined 24 July 2017


Silent speaker!
Joined 24 July 2017
13 JUN 2021 AT 23:35

Woh attain hain,
Mithi Mithi bate batlate hain..

lagta to esa hain
Kitne khushnasib hain hum...

lekin phir,

Samne se hatte hi..
pith pe chura bhok ke jate hain...

Charo taraf dekhe, to woh hi milenge
Kabhi dost to kabhi ristedaar kahe layenge...

Chalawabe ke is duniya mein,
akhir apna kon kahelata hain?
Jab akhir me ..
Khel hi sabko khelna hota hain...

Dil pathar ka ban jata hain,
Biswas tut ke bikhar jata hain..
Jab yea duniya...
Apna asli rup dikhata hain..

-


25 DEC 2020 AT 0:43

Merry Christmas to those
Who have lost someone.
Merry Christmas to those
Who lost their jobs.
Merry Christmas to those
Who felt trapped.
Merry Christmas to those
Who failed.
Merry Christmas to those
Who are in peace.
Merry Christmas to those
Who have been through hell.
Merry Christmas to those
Who helped me.
Merry Christmas to those
Who felt me.
Merry Christmas to those
Who are with me.
Merry Christmas to those
Who left me.

Wish You all Merry Christmas ❤️.

-


25 JUL 2020 AT 20:09

Adhura main, adhure tum
Adhuri humari battein.
Adhure aasu, adhuri khusi,
Adhuri mulakatein.
Adhure khawab, adhura safar,
Adhuri yea dunia.
Adhura pal me bhi
sirf aur sirf tera hi hain saya.

Aduri yea kahani hain,
Adhuri hi rahegi,
Jadtak meri sasein rahengi puri.

-


25 JUN 2020 AT 23:01

অর্থ আর ক্ষমতা
এটাই বুজে জনতা,
বড় কথা বলে অনেকে,
কিন্তু কাজের কাজ করে কে?

চিৎকার করে মোড়ে মেয়েটা,
কেউ শুনতে পায় না,
রাস্তার পাশে গুন্ডামি চলে
কারো যায় আসে না!
কতই না মানুষ মরে
কেউ দেখতেও আসে না,
ক্ষমতা আছে যাদের
তারা কতই না ছাড়া পায়,
একটি না দুটি না,
ভুঁড়ি ভুঁড়ি এমন উদাহরণ দেওয়া যায়।

তবে নেটিজেনের যুগ বটে,
তাই মতামত সবার ঘটে,
নিজের দিকে তাকিয়ে
নিজেকে বলে দেখ
তুমি যা বল
তা কি সত্যি মানো?
যদি না মানো
তবে জানো তো
তোতা পাখির কি হয়েছিল!

-


20 JUN 2020 AT 23:25

প্রথম বর্ষে বড্ড কাঁচা
সবে এসেছি কলেজে
নতুন সব চেহারা
ফুরফুরে মেজাজের,
ধীরে ধীরে মিশে যাওয়া
তার সাথে বন্ধুত্ব।

দ্বিতীয় বর্ষ অনেক দামি
সিনিয়র ভাব, সাহসের অভাব
একটু ভয়ে একটু মজায়
দাদা দিদি দের সাথে আলাপ।

তৃতীয় বর্ষ বেশ
কেটে গেছে ভয়ের রেশ
এখন বললে কেউ
একটু ধমকে মজা নেও।

চতুর্থ বর্ষে অনেক চাপ
ক্যাম্পাসিং এর ছাপ।
দৌড়ে যাও দৌড়ে যাও
চাকরি ছাড়া দাম নাই।

সব তো ঠিক ছিল
কিন্তু হটাৎ এই করোনা এল
৪ বছরের বিদায় বেলা
ঘরে বন্দি হয়ে গেল।
জামায় লাগল না কালির দাগ
পরীক্ষার শেষে হল না হইহুল্লোড়
পড়া হল না ফেয়ারওয়েল এর ড্রেস টা
শেষ দেখা হল না আর তাদের সাথে।

-


17 JUN 2020 AT 20:19

সবার গল্পে সবাই ঠিক,
ভুল শুধু আমি,
বয়ে যাই বোঝা ব্যার্থতার,
আর শত দুঃখ বেনামি,
না না, অভিযোগ নেই
এটাই তো হবার,
আমি যে পারিনি করতে কিছুই
সবাইকে দেখাবার।

সাধারণ জীবন আর দুমুঠো হাসি
এটুকুই তো চাই,
তাই তো এত সংগ্রাম
এত কটু কথাও শুনে যাই।

সবাই বসে থাকে চূড়ায়
আমি হাটি রাস্তায়,
তাই চলতে চলতে,
মাঝে মাঝে পরে যাই,
তখন এই মানুষের ভিড়ে
নিজেকে অমানুষ মনে হয়।

-


14 JUN 2020 AT 22:56

বাসে ট্রামে ঘরের কোণে,
ভিড়ের মাঝে, নিসন্ধানে,
থাকে তারা, হাসে তারা,
হাসায় তারা, তারা করে গান,
তারা নাচে, তারা আঁকায়।
আবার তারা লুকিয়ে যায়,
তারা বলে নানা ভাষায়,
কেউ বলে কবিতায়,
কেউ গানে,
কেউ বা চুপ করে সব শোনে,
তারা থাকে , তারা আছে
আর তারা থাকবে।
যতদিন মুখোশ টার
সমাদর হবে।

না আজকে নয়
আমি এদের নিয়ে প্রথম থেকেই লিখি...

-


1 MAY 2020 AT 12:48

যদি পৃথিবী সেড়ে ওঠে
কি করবে তুমি?
না , না , সবাই কি করবে সেটা বড় নয়
কি করবে তুমি!
আবার কি ফিরে যাবে
স্বার্থপরতার চাদরে মোড়া
ওই খোলস টার ভেতরে?
না , না, আমি মহান হতে বলছি না!
তবে কিছু কি শিখেছ এই সময়ে?
কোনো প্ৰশ্ন কি করেছ নিজেকে?
আজ না হয় কাল,
এই মহামারী জয় করে
অব্যশই সেড়ে উঠবে পৃথিবী!
তবে ওই মহামারীর কি হবে
যা তোমার মনের ভিতর আছে?
জানো , জানো তুমিও জানো
তোমার মধ্যে জ্বলতে থাকা
ওই সব বিকারগ্রস্থ চিন্তা!
ওই জটিলতা আর ছলনার হাসি।
এখন তো অনেক সময় তাই না?
কতই না কিছু করছি আমরা!
তার মাঝে একবার, হ্যা একবার
নিজেকে প্রশ্ন করে দেখ তো
সত্যি কি তুমি সুস্থ
নাকি নিজের চাহিদার অসুখে
মানসিক বিকারগ্রস্থ।

-


15 APR 2020 AT 11:22

কেউ যাকে সুন্দর দেখে
তাকেই ভালোবাসে,
আবার কেউ
যাকে ভালোবাসে
তাকেই সুন্দর দেখে।

-


14 APR 2020 AT 10:50

হ্যা হয়তো এই নববর্ষে
সত্যিই কিছু শুভ নেই,
কোনো কোলাহল নেই,
কোনো আড়ম্বর নেই,
নেই কোনো হৈহুল্লোড়,
সবার মধ্যেই কম বেশি
দুশ্চিন্তা আর ভয়ের ছাপ,
কিন্তু হয়তো
অন্ধকারে ও শেষ আলো
দেখতে চাওয়ার নাম ই
জীবন।

তাই শত অশুভ থাকা সত্ত্বেও
আমরা বলছি "শুভ নববর্ষ"

-


Fetching Bishal Das Quotes