Debalina Chakraborty   (দেবলীনা)
75 Followers · 53 Following

তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী
Joined 24 July 2017


তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী
Joined 24 July 2017
23 MAY 2021 AT 18:13

আমার নির্ঘুম রাতেরা,
ব্যস্ত লাস্ট সিন অন্বেষণে,
বন্ধ করলেই চোখ,
আরও জড়িয়ে যাস শিরায়, হৃৎস্পন্দনে।

-


23 MAY 2021 AT 8:26

লাব-ডুব নয়, বাবা মা শুনতে পাবে।

-


21 MAY 2021 AT 2:50

নিঃশব্দতার অন্য নাম বোবা চিৎকার!

-


17 FEB 2021 AT 18:51


কেউ খারাপ নয়, সবাই সবার মতন করে ভালো
কেউ আমার গল্পে, কেউ তোমার গল্পে কেউ বা অন্য কারোর।

-


12 DEC 2020 AT 23:30

ছক ভাঙা জীবনের ব্যাকুলতার গল্প গুলো ফুরিয়ে আসে দিনের সাথে। ঠিক সন্ধ্যে নামার মুখের লেকের জলের বিষণ্নতা মাখানো আলোর ঝিলিক যখন তার দু চোখে আলোড়ন তোলে, গল্প গুলো হারিয়ে যেতে যেতে থমকে দাঁড়ায়, লেকের জল বেয়ে গঙ্গার পাড় ধরে শহরতলীর সেই মোড়ে গিয়ে সেই চেনা হাত টাকে খোঁজে, আর খোঁজে ব্যাকুলতা গুলো।

-


22 AUG 2020 AT 16:44

আবার স্বপ্নটা ফিরে এসেছে ঋতির কাছে।মাথার ভিতর ওই অন্ধকারটা আবার হয়ে আসছে যখন তখন।সেই সুড়ঙ্গ, সেই রেললাইন চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার, দুটো জোনাকির মতন জ্বলতে নিভতে থাকা চোখ আর একটা আবছা দীর্ঘ অবয়ব গ্রাস করে ফেলছে তার মাথার ভিতরটা। হাত বাড়িয়ে চিরকালের মতন সবচেয়ে প্রিয় অবয়বটাকে ছোঁয়ার ব্যর্থ প্রচেষ্টা করে সে, কিন্তু ছুঁতে পারে কই। বরং সে আরো আবছা হতে থাকে আর সুড়ঙ্গের অন্ধকারে মিলিয়ে যেতে থাকে, ঋতি চিৎকার করে। প্রত্যুত্তরে ভেসে আসে শুধু তারই হাহাকার।
আর দেখা যায়না সেই দীর্ঘদেহীকে, সে ফিরে আসেনা,
ঋতি জানে যে যায় সে ফেরে না, তাই নিজে যাবার দিন গোনে রোজ।

-


8 JUN 2020 AT 8:50

প্রত্যেক সকাল গুলো স্বপ্ন হয়ে হাসে
তবু দুঃস্বপ্নের দিনটা কেন বারবার আসে?

-


7 JUN 2020 AT 8:28

রাস্তা শেষে টিলার উপর ছোট্ট একটা বাড়ি,
জানলা খুলে মেঘের সাথে চলে ভাব আর আড়ি,
সেই পথেরই হবো পথিক, মেঘ-টিলারই দেশে
হঠাৎ নিরুদ্দেশে।

-


7 JUN 2020 AT 3:13

ভালোবাসা চাইলে ভিখারি হওয়া হয়না, সবটুকু ভালোবাসা বিলিয়েও নিঃস্ব হওয়া যায়না।

-


17 APR 2020 AT 23:35

ভালো থাকার আরেক নাম আশায় বেঁচে থাকা নয়,
কিন্তু আশায় বাঁচতে গিয়ে ভালো থাকা যায়।

-


Fetching Debalina Chakraborty Quotes