তোমার যা নেই, চাইছো তুমি পেতে..
যেমন তুমি আছো আর যা এতদিন করেছ
সেভাবে পাবে না,
নাহলে এতদিন পেয়েই যেতে।
বদলাতে তোমাকে হবেই!
নিজে বদলাতে পারো।
নাহলে সময় তোমাকে বদলে দেবে।
নিজে বদলালে খুব ভালো।
সময়ের হাতে ছেড়ে দিও না,
সময় তোমাকে খুব কষ্ট দেবে।-
বিনা অপরাধে শাস্তি দেব!
পারবি যেদিন নিতে,
ভালোবাসি টা সেদিন বলিস
কনকনে সেই শীতে।
শরীর খোঁজে উষ্ণতা,
মন প্রীতির টান।
আত্মা ছুঁয়ে মিলন হবে।
দুঃখ-সুখ সব প্রেমময়, সবই সমান!
সত্যিকারের প্রেম...
আজও তপস্যা করলে মেলে,
দিতে হবে বলিদান।
পারলে বলিস, সাতজন্ম তোকে দেব!-
অপবাদীর অখণ্ড অপবাদ খণ্ডিত হয়,💔
অপরাধীর শত অপরাধ ক্ষমা করা যায়।🙏🏻
উদ্বিগ্ন-চঞ্চল মন শান্ত হয়ে গেলে,
💓 মনে করুণা আসে.. এমন প্রেম পেলে।
ভালোবাসা সস্তা যখন,🤍
বিশ্বাস শব্দটা কঠিন মনে হলে,🖤
সহমর্মিতার হাতের ছোঁয়ায় পাথর গলে।💕
🧐সন্দেহে গড়া অভিমানের পাহাড়😒
💗সমর্পণে যায় টলে।❣️❤️-
যখন কেউ তার সেরাটা দেবার চেষ্টা করে আমরা তাকে ফিরিয়ে দিই, হাজারবার পরখ করি।
শেষে নিজে যেখানে গিয়েছিলাম আরো ভালো পাবো আশা নিয়ে, সেখান থেকে প্রত্যাখ্যান পেয়ে ফিরে আসি সেই আগের পরখ করা মানুষটির অবশিষ্ট ভিক্ষে চাইতে।
বোকারা সেরাটা কুড়িয়ে পেয়ে যায়।
চালাক যারা অবশিষ্টে শান্তির ছায়া খোঁজে।
ওই আর কি,.... যে যা ভালো বোঝে!😊-
ব্যাকুল হয়ো না,
...ওহে চিত্ত!
তোমাকেই মেনেছি আমার
এ জীবনের চিরসত্য।
তুমি বিনা এ কলহ-বিবাদপূর্ণ
সুবৃহৎ সংসার,
পারি দেবো কার হাত ধরি?
তোমাকেই দিয়েছি সত্তা,
ধরো হে মোর কান্ডারী!
নিজেকে তুমি আড়ালে রাখো।
সঙ্গে থেকো,
সম্ভবনায় থেকো ভরি।
তোমার গতিতে বিলীন হবো
আলোক শিরার পথ ধরি।
তুমি মুক্ত থেকো,
দীপ্তি রেখো,
হয়ে পরোনা কিছুতে জর্জরি!
শূন্য শেষে নিও গো হিসাব;
এখন কি তা দিতে পারি?😊-
আমরা কেউই সৃষ্টি করতে পারিনা,
এটাই সত্যি।
সত্যিকে সৃষ্টি করা যায় না,
বড়জোর আবিষ্কার বা খোঁজ করতে পারি।
আমরা যাকে তৈরি করি
সেটা হল ভ্রম,
যা কালক্রমে রূপান্তরিত হয়।
কিন্তু "সত্যি" সে তো স্বয়ংসিদ্ধ।
#feel_osophy_Jagat-
ওরা হাসবে....
আজ তোমার একটা ছোট্ট ভুলে সব হারিয়ে ফেলেছ দেখে।
ওদের সে অধিকার আছে, দুঃখ পেও না।
শুধু মনে রেখো তুমি একদিন চেষ্টা করেছিলে, তাই তোমার কাছে হারানোর মতো কিছু ছিল... অনেকের সেটাও থাকে না।
🎼-
রাতের আকাশে হাজার তারা🌟
রোমাঞ্চ জাগায় শরীর-মনে,
উৎসাহ-কৌতূহল-উদ্দীপনায় তোমাকে আনে টেনে...
তবুও একটু সামলে থেকো,
নিজের একটু খেয়াল রেখো।
🌞সূর্য যদিও একাই থাকে, দেখতে বড় একঘেয়ে লাগে...
তবু সে ছল জানে না,
সৃষ্টি করার শক্তি রাখে।🎼❤️
-
☸️জীবনের মানে এক লাইনে ::
➡️জীবন মানে শত-সহস্র সরল-বক্র প্রতিশ্রুতি
☸️মৃত্যু মানে এক লাইনে ::
➡️সকল দম্ভের অন্ত ঘটিয়ে অন্তিম অজেয় পরিণতি-
জীবন আসে প্রতি মুহূর্তে
নতুন বাধা নিয়ে,
দোষারোপ করে, ছোটো করে..
বিপরীতে চলতে বাধ্য করে।
আর মৃত্যু আসে এক মুহূর্তে,
সব দোষ মাফ করে,
আমাদের বড় ভালো বানাবে বলে।
তবু মৃত্যুকে আমরা ঘৃণা করি, ভয় করি।
হ্যাঁ! প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে।
তবু,..
যে মানুষ মৃত্যুর পিছনের রহস্যকে জেনে গেছে তাকে কেউ ভয় দেখাতে পারে না, সেই প্রকৃত স্বাধীন। একান্তই নিজের দ্বারা পরিচালিত।
Happy Independent Day❤️-