QUOTES ON #আড্ডা

#আড্ডা quotes

Trending | Latest
20 JAN 2020 AT 14:35

এবার সরস্বতী পুজাটা হয় যদি নতুন, পুরাতন বন্ধুদের একত্রিত সঙ্গোপনে
তাহলে খানিকটা হলেও সরস্বতী পুজা কাটবে দাগ সবার মনে ।
আড্ডা, হৈ হুল্লোড়, খাওয়া দাওয়া নানা জমাজমাটিতে কাটবে একটি দিন
সমস্ত রাগ, অভিমান আর দীর্ঘসময়ের না দেখা হওয়ার দূরত্ব নিমেষের মধ্যে হবে লীন ।
আর হয় যদি সরস্বতী পুজা শাড়ি আর পাঞ্জাবিতে
যাবে জমে সরস্বতী পুজা বসন্ত পঞ্চমীতে ।।







-


24 DEC 2021 AT 19:09

শীতের সন্ধ্যা মনটা কেমন করছে!!
চল তুই -আমি কোথাও বেরিয়ে আসি...
আরে তুই নয়
ওও তবে কে?
তৃতীয় একজন আর তুই-আমি..
আমি যাব না ।
আরে শোন ,তুই আমি আর মোমো
এই তৃতীয় কেউকে আমিও ভীষণ ভালোবাসি...

-


6 JUN 2020 AT 19:20

জনমুখর রাস্তায় আজও এক নিস্তব্ধতা ভাসে,
আগে আড্ডাটা ছিল সেই রাস্তায় একপাশে।


-


21 JUN 2019 AT 11:41

জানি দেখা হবে,
ওই ধান ক্ষেতের পাশে
যেখানে খেলতাম দুজনে একসাথে।
জানি দেখা হবে,
ওই মেঘলা আকাশে নিচে
যেখানে ভিজতাম তুই আর আমি একসাথে।
জানি দেখা হবে,
ওই নীল সমুদ্র সৈকতে
যেখানে চলতাম একসাথে হাতে হাত রেখে।
জানি দেখা হবে,
সেই কফি শপে
যেখানে আড্ডা দিতাম সন্ধ‍্যে হলেও।

হয়তো এসব সবই সম্ভব হবে
কোনো নিঝুম রাত্রির স্বপ্নের ঘোরে।

-


29 JUN 2020 AT 22:42

অপেক্ষায় আছে কফি হাউস।
কবে আড্ডা জমবে আবার।
পথ চেয়ে বসে আছে বইপাড়া;
অপেক্ষা, বইপ্রেমীদের ফিরে আসার।

-


17 MAY 2020 AT 1:09

কতদিন হয়নি সেই আড্ডা,
যাইনি কতদিন প্রিয় সেই ব্রীজে,
কতদিন দেখিনি গোধূলিবেলায়,
সূর্যাস্ত, দামোদর তীরে।

অবেলার পাপড়িচাট,পকোড়া,বরফকাঠি,
আর ইউনিফর্ম ভেজা ঘামে,
সাইকেল নিয়ে ফেরা একসাথে,
ঠিক সন্ধ্যে যখন নামে।

হইচই আর ছেলেমানুষি,
সারাটা রাস্তা জুড়ে,
কাঁধে রাখা সেই হাতগুলো থাক,
স্মৃতির চাদরে মুড়ে।

-


2 OCT 2019 AT 20:31

পুজোর বিকালে আড্ডার ঝড়, ভুঁড়িভোজে মেতেছে বাঙালি হয়ে ঐতিহ্যে মগন।

-


24 JUN 2017 AT 21:11

(ভালোবাসার ওপর #১১)

বিকেলের চা টা বড্ড প্রিয় ছিল।
তোর আসা বন্ধ হওয়ার পর থেকে, জানিস,
আর খাওয়ার ইচ্ছাও হয়না।

আশা করি তোর নেশা টা যায়নি?
নাহয় অন্য পেয়ালা তেই হোক..

-


10 JUL 2019 AT 18:19

সন্ধ্যে বাড়ুক রাত্রির মায়ায়
নিজের কাছে হারতে,
সময় কাটুক
বৃষ্টি ভেজা আড্ডার
ছবি আঁকতে।

-


30 JUL 2019 AT 19:08

সন্ধ্যেটা, নাহয় অলস হোক
চায়ের কাপ ছুঁয়ে।

-