যৌনতার অথৈই ক্ষুধায়,
মেতে ওঠে প্রেমিক-প্রেমিকা।
অসাবধানতার,ইঙ্গিতে........
হয় নিরীহ প্রানের,অকস্মাৎ সূচনা।
নিজেদের অশ্লীল,কু-কর্মের..........
ঘনঘটার,সৈকত তলে।
নিরীহ প্রানটির,বলি চড়ে,
যৌনতার অন্ধকূপে।-
বুকের মধ্যে নীলচে আকাশ
বৃষ্টি শরীরজুড়ে আসে,
আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রেখে
যাব প্রেমের জোয়ারে ভেসে।।-
আজ তোমার দারুণ জ্বরে,
বাস করো অন্যকারোর ঘরে
বলেছিলে কাতর গলায়,
হচ্ছে কষ্ট আমার চোখের তলায়
আধিকার ছাড়িয়ে করেছিলাম ফোন,
তখনো ব্যাস্ত ছিলো তোমার মন
হ্যাঁ, আমি সেজে থাকি ন্যাকা,
কারণ "মা"র কাছে আমার চোখের জল নয় কোনো সস্তা ...-
আসছি আমি,দাঁড়াও ওগো,আমার ঝরা বসন্ত,,
চড়াই উতরাই সব পেরিয়েছি,চাই তোমার ছোঁয়ার অনন্ত,,।।-
কলহের নির্বাসনে নির্বাসিত সম্পর্ক...মধ্যে আছি আমি আর তুমি
হয়ত বিরহ নয় .. মধ্যকারের অন্তর আমাদের নিস্বলোক অন্তচ্যুতি।-
শরীরে আমার,তোমার হৃদয়
মত্ত আমি তোমার প্রেমে .......
মনের ঠিকানা পাল্টে ফেলোনা
পাঠাবো চিঠি নীলচে খামে।।-
শোন নপুংশক তোর জন্ম যেথা সেথা
তাই ওই পঙ্কিল হাতে দ্রৌপদীর কেশাগ্ৰ স্পর্শ করিস।
ফুটিফাটা করিস মেদিনী।
কিন্তু খোঁজ রাখিস না এই নারী
সোনার লঙ্কা জ্বালিয়ে দেবার ক্ষমতা রাখে।
একটা গোটা মহাভারত,
যার লাঞ্ছনার অপমানের ইতিহাস।
তুই ধর্ষক এটা যেমন জানিস।
এও জেনে রাখ পুরা কালে যে দধীচির হাড় দিয়ে মারনাস্ত্র তৈরি হয়েছে,
এই নারীর শরীরের অস্তি দিয়েই,
একদিন তোদের সমস্ত বংশ
লোপ করবে।
সে কালী রূপে!
এই দিন আসন্ন, সময় গুনতে থাক....!-
বসন্তের এমন দিনে থাকেনা মন শহরে,
ইচ্ছে করে যাই ছুটে যাই গাঁয়ের কুঁড়েঘরে।-
আজকে তোর জন্মদিন,,
তোর জীবন হোক রঙীন
সুখ যেন না হয় বিলীন
দুঃখ যেন না আসে কোনোদিন
তাই তোকে জানাই "" শুভ জন্মদিন🎂🎁""-
মনের পিঞ্জর সেজেছে,অবহেলার ধোঁয়ায়!!!
তবু,চোখের বাহিত অশ্রুধারায়,তোমার নাম খোদিত আছে,ভালোবাসার ছোঁয়ায়...............-