QUOTES ON #অহংকার

#অহংকার quotes

Trending | Latest
2 SEP 2020 AT 20:57

-


28 MAY 2020 AT 18:17

পায়ের তলার মাটিখানা দেখেছো
ওটুকু জায়গাতেই তোমার আছে অধিকার
আঁকড়ে ধরতে শেখো ভালোভাবে
নইলে ধ্বসে যাবে অহংকার ।।

-


24 DEC 2020 AT 15:38

একক ছন্দে বাঁধা এ জীবন ,
নতুন বলিয়া কিছুই নাই।
মৃত্যুর কাছে সকলে পরাজিত,
অহংকার পুড়িয়া হবে ছাই।।

-


20 MAY 2020 AT 13:18

সাফল্য যখন মানুষ কে গর্বিত করে তখন সেটা অনুপ্রেরণার জন্ম দেয় আর যখন অহংকারী করে তখন সেটা অনুসূচনার জন্ম দেয়।

-


12 JUN 2020 AT 22:11

আত্ম-অহংকার, টাকার অহংকার, সৌন্দর্যের অহংকার - মানুষের জীবনের দ্বীপশিখাটি নিভে গেলে এ সবই মাটির সাথে মিশে যায়..

-


8 FEB 2020 AT 21:28

পাইনি আজও অপার হৃদয় আকার,
যেখানে বসত করে এতটুকু অহংকার।

-



" " অমরত্ব " "
দাঁড়ি পাল্লায় করছে কে নাপতোল ?
স্বর্গে বসে লিখছে হিসাব ওই যমরাজ ।
কার বুকে জমছে কত পূণ্য অভিশাপ,
রাখোনা জমিয়ে বুকে কোন গোপণরাজ ।।

ছেড়ে যেতে না চাইলেও ওই দেহটাকে
যেতে হবে জীবন নামের শেষ পালায় ।
অহংকারের মহল তোমার পড়বে ঝরে,
দম্ভের কারনে অকালে ওই যায় হারিয়ে ।।

ওই দেখ কত গভীর সমুদ্র মাছের ঘর,
তবুও অহং দম্ভ নেই মাছের হৃদয় মনে ।
মুখে কথা না বলেই সহে যায় কত যন্ত্রণা,
খাদক না থাকলে অমরত্ব পেত জীবন ।।
Panchanan Maiti,,,( 01.07.2020 ),,(457)🌺🌺🙏🙏

-


18 MAY 2021 AT 19:24

কবরের মাটি না হয় চিতার ছাই...
সেখানেই মানুষের অন্তিম ঠাঁই।
তবুও করে অহংকার, রূপের না হয় টাকার!

-


12 APR 2021 AT 21:34

তুমি আমায় ভালো নাই বাসতে পারো, সেটা তোমার ব্যাপার....
আমি তোমাকে ভালোবাসবোই কারণ তুমি আমার অহংকার।

-






" " অহংকার কাল " "
ওই যাচ্ছে, বিদায় পথে, কাল,
অন্ধকার ঠেলে আসছে প্রভাতকাল ।
অহংকারী মন গদ গদ পড়ছেনা পা তার ভুমিতে,
আকাঙ্ক্ষার সীমা নেই, উড়তে চায় আকাশেতে ।
ধন জন যৌবন নদীর জোয়ারের জল বইবে যতক্ষণ,
ধনীর মাথায় ছাতা ধরে চলে তিন জন, বাঁচবে যতক্ষণ ।
দোষ গুনে ভরা দেহে যত আছে রোম, এই তো ওর জীবন,
ধর্ম নিয়েই করছে ওই সমস্যা, থাকবে ও সমাজে যতক্ষণ ।
ধনীর টাকা চলে, আগে পিছে চলে, কেউ ভরে জল কলসী,
মজদুরের পকেট কাটে এক এক আনা, ভরে খালি কলসী ।
তাইতো বলছে ধনী, ধন যার বল তার, দম্ভ মোর বেশী,
ধনী বলে চৌপাল বানাতে দিয়েছি টাকা যে বেশী ।
পেটে নেই ক খ বেশী, মুখিয়া হবে সমাজের,
প্রগাঢ় স্মৃতি জাগরণ, লিখি সারি সারি ।
ধনীর জীবন নিয়ে কত কাহিনী,
হয় গল্পের কাহিনী ।।
Panchanan Maiti,,,
15/08/619🌺🌺🙏🙏






-