QUOTES ON #অপমান

#অপমান quotes

Trending | Latest









আকাশ গগণে বাড়ছে যন্ত্রণা, চাঁদ আবার পড়বে প্রেমে যমুনার,
ইষ্ট দেব বরুণ করে বারিধারা, আকাশ চাঁদকে ঢাকে মেঘের পাহাড় ।
সিক্ত হাওয়ায় প্রাণ জুড়িয়ে আসে, ঘুমোতে পারেনি ওকেন সারা রাত ,
মান রেখে করছো অপমান, পারবোনা বুঝাতে জেগেছে কেন সারা রাত ।।
Panchanan Maiti,,,( 04.07.2020 ),,(467)🌺🌺🙏🙏






-



" অপমান "
অপমান অপমান আরোও কতবার করবে অপমান।
অহেতুক কারনে প্রথম যখন করে ছিলে অপমান ।।

তোমার কোন কথার কারন অকারন না জেনেই করেছি স্বীকার।
কথা বাড়ানোর কোন নেই কারণ, ওই জন চার ছিল যে তোমার।।

অর্থের জোরে দাসত্ব বানিয়েছো , ওই ক'জন সাহকারী তোমার ।
দিন দুপুরে কানে কানে সাজিশ রচে করিয়েছ ভুল স্বীকার।।

সমাজের কাজে বাধা না আসে , তাই কি দোষ ছিল দুজনের।
সাথী মোরা তিন জন দু'জন আগে, আসবে তুমি পরে এই তো তিনজনের ।।

পথ একটু আগে পিছে চলেছি, এটাই তো অপরাধ দুজনের।
কেনা মানুষের হাত ধরে অর্থের অহংকারে গন‍্য করোনি এই দুজনের ।।
Panchanan Maiti,,,,,,( 01.12.2019 ),,( 86 ),,

-


10 JUN 2020 AT 9:26

মনখারাপের সামিয়ানা

অন্যায়কেও স্তব্ধ করে রেখেছে

অপমানকে বাকরুদ্ধ!

-


13 JUL 2021 AT 7:32

ক্রুদ্ধ হয়ে তাকিয়ে রইলাম!
একি নিষ্ঠুর অপমান!
তোর কি দয়া-মায়া নেই?
তোর দৃষ্টিভঙ্গিতে কঠোর পরিহাস,
এক ঝটকায় সব শেষ।
আমার মস্তিষ্ক দিশেহারা হয়ে গেছে,
যন্ত্রণা মনের ভিতরে ঢুকে গেছে,
অট্টহাসি দিয়ে যায় যুগের চালন কর্তা;
উপহাস করে,যেন বলতে চায়...
'তোর ভুলের মাসুল তুই নিজেই পোহা'।
আমি তো এসে ছিলাম জীবনের নতুন সূর্যোদয় করতে,
কিন্তু এসে আমি পড়লাম তোর রোসে,
নিজেকে সরিয়ে ফেলতে বাধ্য হলাম তোর কাছ থেকে,
চলে গেলাম অনেকটা দূরে।

-


8 JUN 2021 AT 21:33

মানুষকে বেশি গুরুত্ব দিলে ,
তার পরিবর্তে পেতে হয় !!
লাঞ্ছনা , বিরক্তি , আর এক গুচ্ছ কষ্টদায়ক কথা ।।

-


20 MAY 2020 AT 12:02

আজ
সামাজিক প্রশাসন, অধ্যক্ষতা,
আরো কত কি, তোমার কাজ।
ঈশ্বর মঙ্গল করুক, আমার কামনা।

তবে অহংকারের বোধে অপমান করলে।
তাহলে জানো তোমার মত সুযোগ সুবিধা,
অনেকেই কষ্টের পরেও পায়না এত সহজে।
নিজের নিজের ভাগ্যের ফল হয় কিছুটা।।

-


6 FEB 2020 AT 10:17

বাঁচলে শুধু নিজের জন্য বাঁচো....
অন্যের জন্য বাঁচতে গেলে ,
অজস্র বার মরতে হবে........
তোমার শুধু তুমি আছো........
অন্যের সবুজে নতুন হলে,
সহস্র বার ঝরতে হবে।।

-


30 APR 2019 AT 15:45

সম্মানও আমি করব,
অপমানও আমিই করব|

সেই অপমানের ছলে
আমার দেওয়া সম্মান খুঁজে নিও!
এটুকুই তোমায় অনুরোধ করব||

-


22 MAY 2020 AT 13:41

অভিমান তেওঁৰ ওচৰত কৰা যিয়ে ভাঙিব জানে । বুজি নোপোৱা জনৰ ওচৰত কৰিলে অভিমানৰ হে অপমান হয় ।

-


5 JUN 2020 AT 15:33

সম্পর্ক ❤️

দু'জন দু'জনকে ভালোবাসলেই তা সম্পর্ক হয় না।
"আমার অপমান যদি তোমাকে অপমানিত না করে, আমার সম্মান বজায় রাখার দায়িত্ব যদি তোমার উপরে না বর্তায় তবে সে সম্পর্কের সার্থকতা কোথায়? বলতে পারো প্রিয়।" 😔

-