লুকোচুরি আর অঙ্ককষার কাঁটাতারে জমতে জমতে কবে যেন আমাদের কৈশোর বদলে গিয়েছিল সীমান্তে!
-
গুমোট শব্দের কোলাহলে, তুমি যে একা
অশনি সংকেত হয়ে দেবে দেখা
ভাবিনি তা! স্তব্ধ দুর্যোগের চোখে খালি লজ্জা জড়াতে চাই
শিউরে উঠে দেখি সেও গোধূলি মেখেছে গায়ে!-
সত্যের চোখের তারা খুঁজতে খুঁজতে,লেন্সের গায়ে জমাট বাঁধা গল্পটাকেই মানতে শেখাল কবে যেন জীবন!
-
বিশ্বাসের পাপড়ি ঝরে যাওয়ার পরই শুষ্ক বৃতি সাফল্য ছোঁয় প্রথমবার!
-
আমার প্রতি বিন্দু অক্সিজেনে, এক-এক ফোঁটা ভারত বাঁচে... এক একটা স্বপ্ন জেগে ওঠে!
-
একগুচ্ছ রজনীগন্ধা যেখানে জাগিয়ে রাখে আস্ত আকাশভর্তি অন্ধকার... সেখানেও বলবে তোমরা সাদা-কালোয় মিল হয় না?
-
অপরিচিত মনেরাও কখনো ভেবেছিল এক সরলরেখায়... কখনো অজ্ঞাত হয়েছিল অবচেতন!
-
তোমার পাথুরে গোপালের বলিরেখা যখন অবিচল আনমনে
অঞ্জলিতে তুমি চাইছ বাঁচতে ধর্ম বুনে
দেখো বহুদূরে কাঁটাবিদ্ধ আমার গোপালের নুব্জ সে ভারতছায়া
ধূলোমাখা ঐশী হাত রেখেছে ওই বিশ্বাসের মাথায়!
-
বৃষ্টির ফ্রেমে
গুঁড়ো গুঁড়ো হয়ে রোজ
ধুয়ে যায় আমার সাদাকালো মন
রামধনুর সাতরঙা আলোছায়ায়!
-