QUOTES ON #অন্ধকার

#অন্ধকার quotes

Trending | Latest

হাঁটতে শেখো অন্ধকারে হোঁচট খাওয়ার গল্প মেনে,
আলোর দিকে হাত বাড়াও, পুড়তে হবে খানিক জেনে।

-


7 JUN 2021 AT 17:38

-


9 JUN 2021 AT 10:09

-


15 JUL 2021 AT 20:49

. .

-


7 JUN 2021 AT 19:11

তোমার মনে নেই, হলদে আভায় আজও
চোখ বুজে আসে আমার...

অন্ধকার কী কাছের করে তোলে
কেমন করে বোঝাবো তোমায়...

সে সন্ধ্যায় ক্লান্ত মুখে ফিরে গেছে ওরা
সূর্যমুখী চেয়েছিল যারা...

-


28 FEB 2019 AT 11:35

-


9 JUN 2021 AT 21:06

. .

-



অভিমানের পারদ ছুঁয়ে,
বিরহী এই মন, তোমার স্পর্শ কাতরতায় ভুগেছে যতবার
হাজারো অভিমানের আস্তরনে জর্জরিত হয়েছে ততবার
অভিমানী মন, বেপরোয়া পদক্ষেপে সরে গেছে তোমার থেকে দূরে,
তবে আজ কেন স্বপ্নেরা অস্তিত্ব খোঁজে, তোমার দুয়ারে...
অভিমানী বিরহের ভাষা, একাকীত্বের গোপন অন্ধকারে স্বরচিত
তবুও অন্তর আত্মা তোমার অস্তিত্বে বিমোহিত।

-



সৌন্দর্যের উজ্জ্বলতার কাছে অন্তরের প্রজ্ঞা আজ অন্ধকারে আচ্ছন্ন

-


4 FEB 2020 AT 21:26

অন্ধকারে মুখ লুকিয়ে আলোর খোঁজ কি চলে?
সত্যি যদি চাও গো আলো, দাও জানালা খুলে।

-