অপরাজিত
-
বেড়ানোর pics পোস্ট করলিনা #আমারজীবন হ্যাশট্যাগে।
না দিদি,বুঝেছি,জীবনটাই একটা হ্যাশট্যাগ হয়ে গেছে ।-
প্রত্যেকের জীবনেই যে যার
নিজের প্রত্যেকের শিক্ষাগুরু নিজেরাই।
নিজেদেরকে শিক্ষা দিতে পারে
সময়টা (এটা আমরা কথার কথা বলে থাকি )
আসলেই, শিক্ষা দেয় নিজেরাই নিজেদেরকে।
অনেক ধোকা পেয়ে, অনেক কষ্ট পেয়ে
নিজেদেরকে নিজেরাই শিক্ষা দিই।
।। অতএব, প্রত্যেকে প্রত্যেকের
জীবনেই প্রত্যেকে নিজেদের
একটি শিক্ষাগুরু আছে সেটা
হলো আমি বা প্রত্যেকে নিজে স্বয়ং ।।
- ঈশানী গুপ্ত (২০/০৮/২০২১)-
# হ্যাশট্যাগ #
কোথায় এতোটুকুন নিরাপত্তার ঘ্রাণ
সবখানেই অস্থিরতা সীমাহীন,
ঘাটের মরা বাটে চড়াতে
তাও টাকা দিন,টাকা দিন।।
টাকা বিহীন ফাইল চলে না
ঘরের গিন্নি কথা বলে না
কথায় কথায় শুধায় সে যে
" মুরদ নেই বিয়ে করলে কেন সেদিন!"
শিক্ষার সাম্রাজ্যে দুর্নীতির আঁকড়া
চাকুরির বেলা তো কথাই নাই,
এতো কিছু খুঁজে চোখ- মুখ বুঁজে
হ্যাশট্যাগ বিহীন এ জীবন বিলকুল সারাদিন।।-
মনের দখিন দুয়ার খুলে,
ভাবছি পুব থেকে যে হাওয়া টা এলো
সেটা নিয়ে একটা সিরিজ করবো।
এক, দুই, তিন করে হ্যাশট্যাগে
যদি না গোলমাল বাঁধে, চিরঅক্ষয়।
ব্যাস আর কি ভাবনা!
বারবার জিজ্ঞেস করবো না চিঠি টা পৌঁছালো?
কি গো চিঠি টা............-