-
মায়ের কোলে বোবা ভাষা,যৌবনেরই হাসি;
সময়টাকে উল্টে দিয়ে চা'য় সে 'কোলে' ই আসি।-
হতাম যদি আকাশ প্রহরী আমি ধ্রুবতারা;
তোমার প্রেমে গা-ভাসাতাম হতাম ছন্নছাড়া।
-
কুয়াশায় ভরা এই আকাশ
এক টুকরো শীতল বাতাস
তোমায় আজ ভরিয়ে তুলুক।
অন্ধকারময় এই পৃথিবীর
ধোঁয়াশাচ্ছন্ন সকল কালো
তোমার মন ভুলুক।।-
বৃষ্টি নামবে বলে,
সোনালী ফড়িংরা ছুঁইছুঁই খেলায় ব্যস্ত।
বৃষ্টি নামবে বলে,
ছাই বর্ণের মেঘ মুচকি দিয়ে হাসে।
বৃষ্টি নামবে বলে,
দুরন্ত প্রকৃতির রেশ কেমন শান্ত হয়ে আসে।
বৃষ্টি নামবে বলে,
পশুপাখিদের নীড়ে ফেরার তাড়া।
বৃষ্টি নামবে বলে,
সারিসারি বাড়ির জানালা দরজা বন্ধ।
বৃষ্টি আসবে বলে,
আমার অকারনেই মন খারাপ করে-
এলোমেলো ভাবনাগুলো আঁকড়ে ধরে।
খাতায় দুকলম চেষ্টা করি তোকে নিয়ে লেখার,
কাটাকুটিতে ভরে যাচ্ছে খাতা বারবার।
আসলে আমার মনখারাপ;মনখারাপ।।
-
*-সাঁঝোয়াল-*
প্রভাত ক্ষনে ক্লান্ত মনে
বন্ধ মম আঁখি l
জানালায় তুমি হাঁকিছ কেন
শুধাই তোমায় পাখি?
পৌষ বাদল শীতল ঋতু
পাহিব কি আর ফিরে l
নাহি দাও হাঁক মিনতি তোমায়
নির্মল অনিল ভোরে ll
কিসের হেতু আমার সাথে
বিবাদ তোমার ঘুঘু l
স্নিগ্ধ শীতের শান্ত ক্ষনে
জাগাও তুমি শুধু ll
কুঞ্জে কুঞ্জে বিহারিণী দোয়েল
মুনিয়া তোর সাথে l
তোরাও কেন ঘুঘুর ডাকে
আসিস বিষ্ণু বাসে ll
ধৈর্য ধর ফিরুক শারদ
পাবি শ্যামার দেখা l
তখন না হয় আসিস ফিরে
বলিস মনের কথা ll
-
আজকাল স্বপ্ন বুনি দিবা-নিশি রোজই দুটানায়;
অকাল শ্রাবনে মন-প্রান ঝরে প্রায়ই স্বপ্নডানায় ।-
বিকেল বেলার পড়ন্ত আলোতে ভালোবাসা খুঁজবো দুজনে,
খামখেয়ালী ইচ্ছা কুড়িয়ে নেবো নিশ্চুপ নিশায় গোপনে।
বৃষ্টির মুষলধারা মুছিয়ে দিতে চায় কষ্টের সব হিসেবগুলো,
ফাঁকা হৃদয়ের বালুকাময় তটে উড়ছে রাশি রাশি ধূলো।
মনের মাঝে হাতটা ছুঁয়ে দেখার গোপন ব্যাকুলতা,
কথার ভিড়ে হারিয়ে যাই তবুও যেন নীরবতা।
বিষন্নতা দূরে সরিয়ে ভালোবাসার পথে হাঁটবো আমরা অনন্ত কাল,
তোমার হৃদয়ের কষ্টের তরবারিতে বারবার আমি হবো ঢাল।
ভয় করো না, সব পেরিয়ে ঠিক মিলবো আমরা ভালোবাসার আকাশে,
কষ্ট সেদিন থাকবে না, আনন্দের স্পর্শ থাকবে প্রতিটি অবকাশে।-