Past is Dead Body,
Present is Living Body,
&
Future is Invisible Body.
-
সময় কথা বলে, পার পায়না তাই,
শিক্ষা নিয়ে চলে, পরীক্ষা নিয়ে যায়।
সব-স্থানে সময় এক, আলাদা তার দূরত্ব,
পরিস্থিতি করে অবাক; শিক্ষাটা যার গুরুত্ত্ব।
সব সম্পদ, দিয়ে দিলেও সময়কে, পাবেনা,
চরম বিপদ, এসে গেলেও সে, পাল্টে যাবেনা।-
আমার একাকিত্বের প্রহর জুড়ে তোমার অবিরত বিচরণ ।
থাকলে সময় খবর নিও; ইতি, তোমার ফেলে যাওয়া প্রাক্তন ।।
-
সময় যখন, বাঁধা অনেক..
কষ্ট হোকনা, বছর খানেক।
বোঝাপড়া তখন, সীমার মধ্যে-
প্রেম চাপুকনা, প্রতি শব্দে..-
যদি কখনো যুদ্ধ করার আগেই সবটা হারিয়ে যায়,
নিজেকে সরিয়ে নিই বিনা যুদ্ধে,
তাহলে আর যুদ্ধের কি দরকার!
জয় টা না হয় তোমারই হোক,
সেই সেদিন প্রথম বারের তোমার ছোঁয়ার মতো।-
সময়ের একটা দায় আছে। সারিয়ে তোলার। বাঁচিয়ে রাখার।
সব ঝড় সাময়িক,তবুও ধূলো সেজে আমাদের পাশাপাশি থাকা।-
নানা অছিলায়,
কাজ টাকে, রেখে দেও,
কেন? বালিশের তলায়..
সময় খুঁজে নয়, বার করে নিয়ো,
সময় কে অবহেলা নয়, একটু প্রাধান্য দিয়ো..
সময়ের মূল্য তুমি, তখন বুঝবে..
জীবনে কী চাও, যখন খুঁজবে...
সময়ে, সময়ের মূল্য প্রচুর!! বেশি দাম..
সময় যে বাধ্য, তাইতো এর এত নাম।-