🙏টাটা💔
_________
রতনে রতন চেনে,
সিঙ্গুর চেনে টাটা,
ন্যানো হয়েছে গুজরাটে,
লোকটা ছিলো সাদামাটা।
তার ছিলো না কোনো রাজনৈতিক দল,
ছিলো না কোনো প্রচারের তাড়াহুড়ো,
টাটা নামটাই একটা ব্র্যান্ড,
জানে বাচ্চা থেকে বুড়ো।
ঈশ্বর নিলেন ডেকে,
তার শ্রেষ্ঠ রতনটাকে বেছে,
ভারত হলো আজ রতনহীন,
টা-টা করে চলে গেছে।-
বিদ্যার সাগর তুমি
( বিদ্যাসাগরের জন্মদিনে আমার শ্রদ্ধাঞ্জলি)
✍ শুভদীপ সাহা
ভারত তথা বিশ্বের গর্ব বিদ্যার সাগর তুমি
মেদিনীপুরের বীরসিংহ তোমার জন্মভূমি।
দারিদ্র্যের সঙ্গে আশৈশব তোমার সংগ্রাম
ইতিহাসে তুমি আজও পরম পূজনীয় নাম।
চতুষ্পাঠী শিক্ষান্তে এলে শহর কলকাতায়
জয়ী হলে তুমি আপন মেধা ও প্রতিভায়।
শাস্ত্র কৃতিত্বে বিদ্যাসাগর অভিধা ভূষিত
স্বাধীনচেতা সমাজসেবক তুমি পরম পূজ্য।
অশ্রুসিক্ত বিধবার জন্য করলে আইন সিদ্ধ
নারীশিক্ষার আলোয় জাতিকে করলে মুক্ত।
করুণার সাগর তুমি আদর্শ শিক্ষাগুরুও
জন্মদিনে আমার শত কোটি প্রণাম নিও।-
সমাজসেবী
সম্রাট তার পাশের বাড়ির একটা বাচ্চার জীবন বাঁচানোর জন্য কদিন ধরে দৌড়ে বেড়াচ্ছে।
সেই মরণাপন্ন বাচ্চার মা বাবার কাছে সম্রাট ভগবান তুল্য।
ঠিক ২ বছর আগে এই সমাজসেবী সম্রাট নিজের ক্যান্সার আক্রান্ত স্ত্রী সায়নী কে গভীর রাতে বের করে দিয়েছিলো কারণ সায়নী অসুস্থ্যতার কারণে মা হতে পারবে না।
-