Jashoraj   (JASHORAJ)
70 Followers · 26 Following

read more
Joined 16 February 2019


read more
Joined 16 February 2019
15 JUN AT 21:16

🙏 ক্ষণস্থায়ী জীবন 🙏

জীবন বড়ো অনিশ্চয়ের,
নড়বড়ে এক বাঁশের সাঁকো,
যে কটা দিন আছো বেঁচে
আনন্দে তে থেকো।
কখন‌ যে ঘনিয়ে আসে অন্ধকার
কেউ কি বলতে পারে,
টাকা পয়সা থাকবে সবই
জীবনটা আর ফিরবে না ঘরে।
অনেক স্বপ্ন নিয়ে উড়েছিল তারা
চোখে ছিলো আনন্দের রেশ,
হঠাৎ হয়ে গেলো এলোমেলো
এক নিমেষে সব শেষ।

-


27 MAY AT 23:08

👉সময় আসবে👈

ফুলের মতো মনকে দিয়ো না কষ্ট
ঝড়ঝাপটা অনেক বয়ে যাবে,
তুমি না মা-বাবার দু:খের কাঁধ,
এইভাবে ভেঙে গেলে হবে?
হার না মানা জেদ
মনের মধ্যে জাগিয়ে তুলবে যেই,
অনুভূতি গুলো দরজায় কড়া নেড়ে জানিয়ে যাবে
জিতা বাদে কোন উপায় নেই।
শক্ত মনের অধিকারী তুমি,
কান্নায় ভেঙে পড়লে হবে,
ব্যাথা বেদনাকে দূরে সরিয়ে
একদিন তুমি জয়ী হবে।
নিজের মধ্যে লুকিয়ে রেখে যন্ত্রণা
একা একা সময় কাটে,
পাশ কাটিয়ে যতোই চলে যাক সবাই
যেদিন আসবে সময় ধৈর্য্যৈর ফল পাবে হাতেনাতে।

-


11 MAR AT 10:27

👉গুরু গম্ভীর ♥️
গুরু তুমি যতোই গম্ভীর হও, তোমার শিষ্যদের মুখে হাসি,
আপামর ভারতবাসীর ভালোবাসা রাশি রাশি।
তোমার সমালোচনা করতে সবাই যখন ছিলো ব্যস্ত,
তোমার ছোঁয়াতে আজ এই জয়, তা সবার কাছে স্পষ্ট।
গাম্ভীর্যতা তোমার স্বভাবজাত, বড়ই মানানসই,
সমালোচকদের দিয়েছো জবাব বন্ধ করে তাদের হইচই।
কোচ তুমি, পথপ্রদর্শক তুমি, এনেছো তুমি টিমে গতি,
আজ এই ট্রফি জয়ে তোমায় নিয়ে চলছে মাতামাতি।
টিমগেমে করেছো বাজিমাত, বিপক্ষ টিম পাচ্ছে যে ভয়,
তোমার দেখানো পথেই হোক তাহলে 27 এর বিশ্বকাপ জয়।

-


10 MAR AT 4:21

👉Ro-Koর 🏆 জয়
_________________
ভারতীয় টিমের একবারও হয়নি লক্ষ্যভ্রষ্ট,
প্রতিবেশী দুই দেশের হয়েছে মাথা নষ্ট।
সফল হয়েছে আজ সকল প্রার্থনা,
রোহিতের টস হারে কিছু যায় আসে না।
রোহিত আজও তুমি বিপক্ষ বোলারদের ত্রাস,
বাইশ গজে থাকলে দাঁড়িয়ে উঠে যায় বোলারদের দীর্ঘ নিঃশ্বাস।
এই বয়সেও দেখিয়ে দিচ্ছো তোমার ব্যাটের মার,
বিশ্বক্রিকেট কে দেখিয়ে দিয়েছো তোমার অধিনায়কত্বের ক্ষুরধার।
তোমার নামে দুর্নাম রটাচ্ছিলো যারা,
আজ তুমি দেখিয়ে দিলে তোমার সৈন্যদল ই চ্যাম্পিয়নস ট্রফি সেরা।

-


29 OCT 2024 AT 8:26

❤️‍🔥মন মন্দির🛕
আকাশ জুড়ে হাজার তারা,তবু যায়না তা গোনা,
নিজের মধ্যে আঁকিবুঁকি কাটি,জীবন তো হাতে গোনা।
হাজারো প্রশ্ন জমেছে মনে, অজানা সমুদ্রের ঢেউ,
ব্যস্ততায় ভরে গেছে জীবন, খোঁজ নেয় না আজ কেউ।
মনটা আমার বড়ই অগোছালো, হারিয়ে যাচ্ছে সব খেই,
মনের কাছে লুকিয়ে রাখার কিছুই যে তেমন নেই।
মন আমার কখনো সাজে রাজা, কখনো সে ফকির,
হৃদয়ের অনুভূতি গুলো অবহেলায় হয়েছে চৌচির।
সময়ের ঘূর্ণাবর্তে তাকে যদি রাখো করে অলস,
ইচ্ছে গুলো পরে যাবে চাপা, দিতে পারবে না তাকে দোষ।
মন্দ ভালো এই নিয়েই তো জীবন চলে যাচ্ছে,
কারোর কাছে ভালো আমি আবার মন্দ কারোর কাছে।
শত কষ্টেও রোজ মুখে লেগে থাকুক হাসি,
ভালোবাসা কে আপন করে চলো পাশাপাশি।

-


27 OCT 2024 AT 20:33

🔥আগুন জ্বলছে ♨️
___________________
বুদ্ধিজীবীরা আজ বড়ই ব্যস্ত, নিরীহ মানুষ পুড়ছে,
স্যুট বুট পড়া বাঙালিরা চুপচাপ,পৃথিবীটা কিন্তু ঘুরছে।
ছোট্ট শিশু দুটো করেছিল কী? পাঠিয়ে দিলে তাদের অস্তাচলে,
রাত্রি যাপনের সময় পড়লো তারা খুনিদের রোষানলে।
দুঃখের তাপে জ্বলছে সমাজ, মৃত্যু দিয়েছে ডাক,
নতুন প্রভাত আসবে যেদিন,বাজবে তোদের ঢাক।
জীবন সায়াহ্নে শুধুই কালো মেঘের আনাগোনা,
মনুষ্যত্বের ঋণ বিসর্জনে, ভাগ্যদেবীর মনেও চলছে দোটানা।
মৃত্যু মেপেছে রাস্তা জীবনকে করে মূল্যহীন,
মুষ্ঠিবদ্ধ করে লড়াই করো, কলুষমুক্ত ধরনীর পতাকা উড়বে সেদিন।

-


27 OCT 2024 AT 20:17

প্রিয় দাদু,
খুঁজে ফিরি তোমাকে আমি,পাইনা তোমার দেখা,
অনেক কথাই হলো না বলা,তোমার জন্য এই খোলা চিঠি লেখা।
গ্রামের সবাই মাস্টারমশাই বলে সারাজীবন দিয়ে গেছে সম্মান,
সমাজসেবায় চিরকাল তুমি করে গেছো দান।
তোমার শিক্ষার আলোয় শিক্ষিত হয়েছে দরিদ্র থেকে ধনী,
তুমি আজ আর নেই কী করে তা মানি।
কর্মজীবনের সেই বিদ্যালয়ও দুহাত তুলে জানালো তোমায় বিদায়,
তোমার আর্শীবাদ পড়ুক সবার মাথায় সদায়।
তুমি কেনো চলে গেলে? কেনো ছিন্ন করলে মায়ার বাঁধন,
বুকের ভিতর লাগছে চাপ, ভারাক্রান্ত এ মন।
দাদু বলে ডাকবো কাকে,খোঁজ নেবো কার,
আর কখনো ডাকবে না রানা রানা বলে,ঘরে ঢুকলেই পরবে কথা মনে তোমার।
যেখানেই থেকো ভালো থেকো,থেকো আমাদের ঘিরে,
পারলে তুমি এসো একবার তোমার রানার কাছে ফিরে।
-তোমার প্রিয় রানা

-


11 OCT 2024 AT 9:08

🙏টাটা💔
_________
রতনে রতন চেনে,
সিঙ্গুর চেনে টাটা,
ন্যানো হয়েছে গুজরাটে,
লোকটা ছিলো সাদামাটা।
তার ছিলো না কোনো রাজনৈতিক দল,
ছিলো না কোনো প্রচারের তাড়াহুড়ো,
টাটা নামটাই একটা ব্র্যান্ড,
জানে বাচ্চা থেকে বুড়ো।
ঈশ্বর নিলেন ডেকে,
তার শ্রেষ্ঠ রতনটাকে বেছে,
ভারত হলো আজ রতনহীন,
টা-টা করে চলে গেছে।

-


13 AUG 2024 AT 14:54

👉বিচার👈
___________
ঘড়ির কাঁটা ছুটে চলেছে,পেরিয়ে যাচ্ছে কতো রাত,
অন্যায় দেখলেই করো প্রতিবাদ,হোক না সে যতই দোর্দণ্ড প্রতাপ।।
কষ্ট করে পড়াশোনা করে হয়েছিল সে ডাক্তার,
কেন তাকে মরতে হলো কি দোষ ছিল তার?
মোমবাতির মৌন মিছিল করে,হবে না তার বিচার।
পথেই এবার নামো তবে ছিনিয়ে নিতে তোমার অধিকার।।
সেই মাকে তুমি ভোলাবে কোন সান্ত্বনায়,কোন অজুহাতে,
বুঝতে সে তো পারেনি, মৃত্যু যে অপেক্ষায় আছেR.G.Kar এর সেমিনারটাতে।
নিজের মেয়েকে রূপে লক্ষী করার আগে তাকে করো গুনে কালী,
নিজের হাতে সে নেবে তুলে খর্গ,করতে পারবে না তার মায়ের কোল খালি।

-


7 AUG 2024 AT 16:44

👉বাংলার দেশ👈
_______________
বঙ্গ তথা বিশ্ববাসী
আজ বড়োই অবাক হয়,
কবিগুরু কে অসম্মান করে,
এমন মানুষও হয়।
চেতনার যে বড়োই অভাব,
হয়েছে তারা নাকি আজ স্বাধীন,
যেখানে নেই মনুষত্ব,
সেই দেশে দ্বিতীয় স্বাধীনতাও অর্থহীন।
কালো মেঘে আকাশ ঢাকা,
এই শ্রাবণের বেলা,
সোনার বাংলা করেছে
কবির প্রতি চরম অবহেলা।
হে প্রভু ফিরে এসো তুমি এই বঙ্গের মাটিতে,
শিক্ষিত করো জগৎকে তোমার জ্ঞানের আলোতে।🙏

-


Fetching Jashoraj Quotes