একটি নদীর ঘাটের আত্মকথা
শুভদীপ সাহা
শত শত মানুষকে পার করানোই আমার কাজ
দিনের শেষে আমি একা, হ্যাঁ আমি নদীর ঘাট।
হাসি, কান্না, আনন্দ, দুঃখ তাদের সব দেখেছি
আমার কষ্টেও বুকে তাদের আগলে রেখেছি।
তবুও আমার বুকের উপর চলুক তাদের পা
সেতু মানেই নিঃস্ব, অসহায়,আমি আরো একা।
নদীর সাথে প্রেম করি তারও যে নেই উপায়
ব্যস্ততায় নদীর জল বয়ে যায় একটুও না দাঁড়ায়।
একাকীত্বে হাজার কাহিনী জমে গেছে বুকে
আমার যে অনেক দায়িত্ব থাকতেই হবে সুখে।-
সুনিদ্রা গতে আবার ফিরে পেলাম নতুন এক সূর্য।
রাঙিয়ে দিল আমায় পেলাম জীবনের সৌন্দর্য।
-
রক্তাক্ত খুলি পড়ে আছে নির্জন নিস্তব্ধ পাহাড়তলীতে।
ইচ্ছেডানায় ভর করা স্বপ্ন তলিয়ে গেল মৃত্যুপরীর খাদেতে।।-
বিলুপ্ত হয়নি করোনা বাতাস
আত্মপ্রকাশ হল চোদ্দোশো আঠাশ।
মৃদু খুশি মন
নববর্ষ করি বরণ।।-
সময়
সময়কে কখনো যায় না বাঁধা
সময়চক্রে পুরো জীবনটাই ধাঁধা।
সারা দিন - রাত কত কত ভাবনা
কীভাবে সাজাব করি পরিকল্পনা।
সময়ের জীবনে নেই এতটুকু ক্লান্তি
জীবন গড়েই সবাইকে দেয় শান্তি।
জীবন গড়ে বলে সময় হয় সুন্দর
সময়কে চেনো, জাগাও হৃদ অন্তর।
✍ বন্ধু কলম
তাং - ০২/০১/২০২১-
the sign of love❤ would not exist. There must be a sign whose name is heart❤.
-
I want the last day to be good from the beginning, as I want all year round.
-