QUOTES ON #সখি_ভাবনা_কাহারে_বলে

#সখি_ভাবনা_কাহারে_বলে quotes

Trending | Latest
12 OCT 2019 AT 15:55

সখি রুপের মায়ায় বাঁধোগো আমায় আমি য়ে নিরুপায়;
ভাবনা তোমারি সখি,গন্ধ ছরায় বকুল ভরা খোপায়।

-



আমার ভাবনাগুলো ছন্নছাড়া
তোমায় পাগল করে,
আমার খামখেয়ালি জীবন তরী
হাওয়ায় ভেসে উড়ে!
আমার ইচ্ছেগুলো তোমায় নিয়ে
বাদলা আকাশ সাজে,
তোমার হিমেল হাওয়া কাঁপন জাগায়
সুর তুলে মনে বাজে!
আমার এক্কামনের এক্কাগাড়ি
তোমার পিছেই ছুটে,
তোমার দিনরাত্রির গল্পকথায়
মনটা সেথায় জুটে!!
-✍️ Biswarup

-


5 DEC 2019 AT 23:07

একদিন
আমিও হারিয়ে যাবো...
নাম না জানা কোনো দেশে ।
হাজার খুঁজলেও আর পাবি নি।।

-


13 JUL 2019 AT 22:01

#শুভ_রাত্রি
#সখি_ভাবনা_কাহারে_বলে

জল কোম্পানিগুলি তৈরী করেনা জল;
ছড়ায়ে তারা পরিবেশে প্লাস্টিকের বোতল।

#দশটি_শব্দের_গল্প
#হোক_দশটি_আবার_দশটি
#সত্যি_ঘটনা_অবলম্বনে

-


25 JUL 2019 AT 0:10

#শুভ_রাত্রি
#সখি_ভাবনা_কাহারে_বলে
#সখি_ভালবাসা_কারে_কয়

কিছু জল লুকিয়ে রেখেছিলাম চোখে;
সাগর ছুটে এল শুষ্কতা নিয়ে ঠোঁটে।

-


19 JUL 2019 AT 16:44

#শুভ_বিকেল
#সখি_ভাবনা_কাহারে_বলে

বদলেছি দর্পন।
বদলায়নি চেহারা,
বদলায়নি মন।।

-


15 JUL 2019 AT 0:21

#শুভ_রাত্রি
#সখি_ভাবনা_কাহারে_বলে

সুর্য হয়ত দেখে আমায় সারাক্ষন;
কিন্তু চাঁদ জানে আমার গল্প গোপন।

-


29 JUL 2019 AT 9:15

24 JUL 2019 AT 18:44

#শুভ_বিকেল
#সখি_ভাবনা_কাহারে_বলে
#সখি_ভালবাসা_কারে_কয়
#কোনও_এক_গাঁয়ের_বধু

কোলে মাথা রাখলাম যেই;
উকুন খঁজতে শুরু করলো সেই।

-


23 JUL 2019 AT 23:42

#শুভ_রাত্রি
#সখি_ভাবনা_কাহারে_বলে
#সখি_ভালবাসা_কারে_কয়

কভু অভিমানী, কভু মিথ্যাচারি;
ঠিক তোমার মতনই এই রাত্রি।

-