সখি রুপের মায়ায় বাঁধোগো আমায় আমি য়ে নিরুপায়;
ভাবনা তোমারি সখি,গন্ধ ছরায় বকুল ভরা খোপায়।-
আমার ভাবনাগুলো ছন্নছাড়া
তোমায় পাগল করে,
আমার খামখেয়ালি জীবন তরী
হাওয়ায় ভেসে উড়ে!
আমার ইচ্ছেগুলো তোমায় নিয়ে
বাদলা আকাশ সাজে,
তোমার হিমেল হাওয়া কাঁপন জাগায়
সুর তুলে মনে বাজে!
আমার এক্কামনের এক্কাগাড়ি
তোমার পিছেই ছুটে,
তোমার দিনরাত্রির গল্পকথায়
মনটা সেথায় জুটে!!
-✍️ Biswarup
-
একদিন
আমিও হারিয়ে যাবো...
নাম না জানা কোনো দেশে ।
হাজার খুঁজলেও আর পাবি নি।।-
#শুভ_রাত্রি
#সখি_ভাবনা_কাহারে_বলে
জল কোম্পানিগুলি তৈরী করেনা জল;
ছড়ায়ে তারা পরিবেশে প্লাস্টিকের বোতল।
#দশটি_শব্দের_গল্প
#হোক_দশটি_আবার_দশটি
#সত্যি_ঘটনা_অবলম্বনে-
#শুভ_রাত্রি
#সখি_ভাবনা_কাহারে_বলে
#সখি_ভালবাসা_কারে_কয়
কিছু জল লুকিয়ে রেখেছিলাম চোখে;
সাগর ছুটে এল শুষ্কতা নিয়ে ঠোঁটে।-
#শুভ_বিকেল
#সখি_ভাবনা_কাহারে_বলে
#সখি_ভালবাসা_কারে_কয়
#কোনও_এক_গাঁয়ের_বধু
কোলে মাথা রাখলাম যেই;
উকুন খঁজতে শুরু করলো সেই।-
#শুভ_রাত্রি
#সখি_ভাবনা_কাহারে_বলে
#সখি_ভালবাসা_কারে_কয়
কভু অভিমানী, কভু মিথ্যাচারি;
ঠিক তোমার মতনই এই রাত্রি।-