SOUVIK MANDAL   (শৌভিক)
58 Followers · 19 Following

আড়ালের গল্পটা আড়ালেই থাকুক 😊

ভালো থাকুক প্রিয় মানুষগুলো ♥️
Joined 28 October 2019


আড়ালের গল্পটা আড়ালেই থাকুক 😊

ভালো থাকুক প্রিয় মানুষগুলো ♥️
Joined 28 October 2019
27 DEC 2023 AT 0:13

তুমি ভাবছো সুযোগ খুঁজছি আমি মিথ্যে প্রেমিক সাজার..
তুমি কি জানো আমি দুঃখ বেচে চলি ক্রেতা খোঁজার আসায়...
তুমি ভাবছো মিথ্যে সবেই ছিলো সব বাহানা..
তুমি হয়তো জানো না কত রাত্রি কেঁদেছি আমি তোমাকে হারানোর যন্ত্রণায়...

-


7 OCT 2022 AT 0:38

যখন আকাশ কালো মেঘে সমাছন্ন ,
মনের কোণে জমে থাকে তখন অভিমান যত । 🖤

-


24 SEP 2022 AT 0:46

মনের ভিতরে রেখেছি যারে ,
মন ছেড়ে যাবে না সে অন্যের তরে।

-


19 SEP 2022 AT 1:45

শুধু ভালোবাসা থাকলেই হয় না ,
ভালোবাসার মানুষটাকে কাছেও থাকতে হয় ।
দূর থেকে হয়তো ভালোবাসা সম্ভব ,
ভালোরাখা সম্ভব না ।।

-


1 SEP 2022 AT 0:24

যেখানে অনেক ভিড় ,
সেখানে আমি নাই বা থাকলাম ।
তুমি থেকো ওই ভিড়ের মাঝেই ,
আমি না হয় শুকতারা হব ।।

-


12 AUG 2022 AT 13:14

ভাগ্যে দূরত্ব পেয়েছ ,
তাই উপহারে আমি ভালোবাসা দিলাম । ❤️

-


12 AUG 2022 AT 13:11

চোখের কাছে রাখি তার রাঙা মুখখানি ,
দূরে থাকলেও মন জুড়ে তাকেই ভালোবাসি । ❤️

-


12 MAY 2022 AT 13:51

যখন তুমি নতুন করে কাওকে আর ভালবাসতে পারবে না ,
তখন তুমি বুজে নিও তুমি কাওকে খুব ভালোবেসে ফেলেছো ।

-


17 JAN 2022 AT 23:43

কিছু কিছু সময় তোমার স্মৃতি নিয়ে জড়িয়ে থাকি ,
তুমি কাছে না থাকলেও তোমার অনুভবই রং মাখি ।

-


21 OCT 2021 AT 20:18

যার কাছে যার শান্তি মেলে ,
তার কাছে তার ঠাঁই হোক! ❤️

-


Fetching SOUVIK MANDAL Quotes