QUOTES ON #শুভরাত্রি

#শুভরাত্রি quotes

Trending | Latest
12 MAY 2020 AT 22:00

-


17 MAY 2020 AT 22:21

যায় তো সবাই কেও পৌঁছোই?
পথ বৃত্তাকার;অন্যদিকে যাবার কি আছে উপায়?
যে শুরু করে যেখানে ঘুরতে ঘুরতে শেষে ফিরে আসে সেখানে
অবশ্য কেও জানে না;কেনো ঘোরে কে-ই বা ঘোরায়?

-


16 MAY 2020 AT 21:56

আলতা পাটির সীমারেখা ছুঁয়ে রক্তের আলপনা,
মনের আঁচল উড়িয়ে বাতাসে,স্বপ্ন মেলেছে ডানা।

-


15 MAY 2020 AT 22:47

সময়ের সাথে প্রেম করে মন,সৃষ্টির আঙিনায়,
সময়কে ভুলে ভাসিয়ে অকূলে স্বপ্নের খেয়া বায়।

-


19 MAY 2020 AT 21:41

-


18 MAY 2020 AT 23:02

পর্দা নামে সময় মেনে শ্রোতার আসন ফাঁকা,
মঞ্চ থেকে নামতেই হয় অন্ধকারে একা।
'মন মঞ্চের রাজা' তখনো 'সত্যি রাজা' হয়ে;-
মহাকালের নিদেশ ফেরায় স্রষ্টাকে শাসিয়ে।
নিয়তির ফ্রেমে বাঁধা এ নাটক জানো তবু- মনে নাই,
মঞ্চ থেকে সাজঘর-বেশীদূর জানো নয়।
খঞ্জ হোয়েও ভুলে যাও কেন,দৌড়ে জেতার সুর,
খোঁড়াতে খোঁড়াতে গন্তব্যে যেতে জানো আর কত দূর?

-


8 OCT 2020 AT 0:14

উক্তি-ই যে যুক্তি, শত আশা-য় সস্তা,
শত স্মৃতি-ই শক্তি, সমান আশা-য় সমস্যা।
নত-ই যে নীতি, পোষা-ই তো পেশা,
ভীত থেকে ভক্তি, চোষা তেই চাষা।

-


31 JUL 2020 AT 22:13

জিও-সাভ্যান,ইউটিউবের চাকচিক্য
ছাপিয়ে এখনো আমায়,
রেডিও ভীষণ
টানে !

হারিয়ে গিয়েও ফিরে
আসি, হেরে গিয়েও
হাসি সাবেকি
গানে !

-


25 MAY 2020 AT 21:05

ছোটবেলায় মায়ের কোলে শুয়ে দেখা চাঁদ মামাটা হারিয়ে যায় যেন যৌবনের মধুচন্দ্রিমায় ।

-


1 AUG 2020 AT 22:50

........

-