দিনটা ছিল ১১ই মে সাল ২০২০ ৷
সেদিন থেকে পথচলা ....
কখনও একটা কখনও দুটো কখনও আবার ৩টে ৪টে , লেখার সংখ্যা বাড়তে থাকলো ৷
যারা লেখনীর সাথে যুক্ত তাদের প্রত্যেক দিন লেখার অভ্যাস টা রাখতে হয়
সেটা কবিতা হোক বা গল্প বা টুকরো কথা ....
অভ্যাস টা চলে গেলে ছন্দ বা কবিতা অভিমান করে বসে কলমের প্রতি -
আমরা যেটা বলি লেখা আসছে না ,ছন্দ মুখ ফিরিয়েছে ৷
তবে এই অভ্যাসটা বজায় থাকছিল
Yourquote Dada নিয়মিত শব্দ দেওয়া Collab & Challenge এর মধ্যে দিয়ে ৷
জানি না আর লেখা দেখতে পাবো বা লিখতে পারবো কিনা
তবে আমি অনেক ভালোবাসা বন্ধু,দাদা,দিভাই ,বুনু ,ভাই পেয়েছি
নিজের ভুলে কমেন্ট রিভোক্ট ও হয়েছে তাও লেখা ছাড়তে পারিনি এখানে ৷
কাউকে কোনো রকম দুঃখ দিয়ে যদি থাকি মাফ করো ৷
দিনটা সারাজীবন থাকবে মনে ;
জীবনের অন্যতম শুভদিনে ১১ই মে ২০২০ ৷৷
তোমরা ভালো থেকো অবশ্যই কবিতায় থেকো লেখায় থেকো
অনেক ভালোবাসা তোমাদের সকলকে ৷
— % &-
অনুগল্প: শুভ দিন
সকাল থেকে অনেক তোড়জোড়, কেন না রমা কাকীমার ছোটো ছেলের আজ অন্নপ্রাশন। চারিদিকে অনেক হৈ-হুল্লোড়, গান বাজনা, রান্নার গন্ধ চারিদিক যেন মম করছে। রমা কাকিমা খুব বড় মনের মানুষ। ঘর বাড়ি সামলে বাইরের সমস্ত দুস্থ ছোটো বাচ্চাদের মুখে অন্নবস্ত্র তুলে দেয়। তার ছেলের অন্নপ্রাশনে যতসব খাবার-দাবার বেঁচে যায় তিনি সেইসব সেই দুঃস্থ মানুষদের মুখে তুলে দেয়। এবং তারা রমা কাকীমার ছোটো ছেলেকে প্রাণভরে আশীর্বাদ করে যাতে সেও তার মায়ের মত একজন ভালো মানুষ হয়।— % &-
তুমি তোমার মতন
আমি আমার মতন
তবুও হতে পারি আপন
হৃদয় স্মৃতি করে রোমন্থন।
জানো তো আজ বুদ্ধ পূর্ণিমা
খুব সুন্দর শুভ পবিত্র একটা দিন
মন ভালো হয়ে যাওয়ার দিন
ভগবান বুদ্ধের পূণ্য তিথি
তাঁর জন্ম জয়ন্তী, জ্ঞানার্জন,
ধ্যান নির্বাণের শুভক্ষণ।
ভালো কিছু সিদ্ধান্ত নেওয়ার
এটাই শুভ সময় শুভক্ষণ।-
আকাশ বাতাস সব যেন হাসছে আজ।
থেকে থেকে মনে পড়ছে বাল্যকালের কথা।
ঘরদোর সব সেজেছে সুন্দর সাজে।
আত্মীয় স্বজনের ভীড়ে গমগম করছে চারদিক।
মমতার আজ শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে।
সঙ্গী সাথীদের নিয়ে সে বেশ মজা করছে। তবুও মাঝে মাঝে মনের মধ্যে টুক করে ভেসে আসে খেলার সাথীদের কথা।
রাত দশটা নাগাদ বরযাত্রী আসে। পরদিন সকালে বিদায় হয়।
বিদায় বেলায় বাবা-মা'র হাত ধরে কেঁদে বুক ভাসায় মমতা। আজ থেকে পরকে আপন আর আপনকে করতে চলছে।
শুভদিনের আঁড়ালে কতকিছুর দুঃখ-বেদনা লুকিয়ে থাকে কে তা জানে। জানে শুধু অভাগা মেয়টা। আর জানে অন্তরালে আর একজন, যিনি অন্তর্যামী।— % &-
#শুভদিন
বৃক্ষৰ শীতল ছাঁত প্ৰশান্তি ক্ষণিকৰ
মন ভৰাই তোলা পখীৰ কাকলিত
মুখৰিত মোৰ নিমাওমাও দিনলিপি ৷
----দেৱযানী গগৈ
২৭জুলাই ২০২২-