-দাবানল-
সৃষ্টির সৃজনাত্বক সৃজনশীলতার অনলে
ধোঁয়াশাময় ধ্বংসাত্মক ধ্বনি প্রদাহের দাবনলে!!-
"আমি রাগ করে বসলে তোমার এত ভয় কিসের?
জরিয়ে ধরে রাগ ভাঙিয়ে নিও আমাকে ভেবে নিজের....."
❤️❤️-
রাত্রি শেষের গান
অনেক আয়োজনের পর এসেছিল অন্তমিল,
বুঝবে হয়তো, দিয়ে চলেছি গোঁজামিল।
এখন আমি পড়ন্ত গোধূলির ম্লান আলো,
রজনীগন্ধা আর একবার গন্ধসুধা ঢালো।
এখনো তোমার অনেক খেলা বাকি,
সুর-তাল, ছন্দে-বর্ণে করো আঁকিবুকি।
ধূসর রঙের স্বপ্নগুলো হয়েছে ফ্যাকাসে,
রামধনু রঙ ছড়িয়েছে তোমার ক্যানভাসে।
ভালোবাসা কি বোঝে বিরহের স্বরূপ?
নিয়তি ফিরিয়ে দেয় বিশ্রী ভ্রূকুটি আর বিদ্রূপ।
সন্তাপের বহ্নিশিখায় তুচ্ছ জোনাকির অবসান,
প্রহর জুড়ে চলতে থাকে রাত্রি শেষের গান।
©শঙ্খ-
সূর্য আলোয় তোমার সকাল, তোমার বিকাল আর তোমার রাত।
আমার ক্ষীণ চন্দ্রিমার আলো তোমার উপর কতটা প্রভাব ফেলতে পারবে, তা জানি না। তবে বিশ্বাস করো- সার্বিক চেষ্টা করেই আলোকিত রাখতে চাই। তোমার চিন্তাভাবনা- তুমি অমাবস্যা না পূর্ণিমা চাও আমার হতে।-
ঘুম ওড়ানো ঐ চোখের পাতায়,
তোমার স্মৃতি গুলো যেন আজো ভাবায়...
যতই ভাবি না চাই ভাবতে তোমায়,
তবুও আসো মনের প্রতিটি পাতায় পাতায়...
চাইনা করতে আর বিরক্ত তোমায়,
ঘুম জড়ানো ঐ চোখের পাতায়...
শুভরাত্রি
-
হয়ত আমি ঠিকই আছি , সবাইয়ের মাঝে ।
দিনের শেষে সবাই এখন , বড্ড অচেনা সাজে ।
হয়ত তুমিও বদলে যাবে , সঠিক সময় এলে ।
যেমন সবাই বদলে যায় , মনের মানুষ পেলে ।-
"তুমি যদি মিথ্যের দ্বারা কোনো সম্পর্ককে এগিয়ে নিয়ে যাও,
তাহলে আজ যেই মিথ্যেটাকে তুমি নিয়ন্ত্রণ করছো,
একদিন ওই মিথ্যেটা তোমাকে নিয়ন্ত্রণ করবে।"
সঞ্চু,,,,
-