DebJyoti Sihi   (✍️দেবজ্যোতি সিহী)
167 Followers · 402 Following

read more
Joined 13 February 2018


read more
Joined 13 February 2018
20 MAY 2024 AT 17:47

ভুলিবার তরে,
যদি যায় চলি দূরদেশ..
রূপের আঙ্গিকে,
পরিধেয় এ ক্যাংলা বেশ.!
মনে কি রাখিবে,
যদি মনে পরে বারংবার..
আঁখিপ্রান্তে যেনো,
দেখা নাহি দেয় অশ্রুধার.।

-


28 DEC 2023 AT 3:11

স্বপ্ন যখন আশাহীন, ক্ষত বিক্ষত- তখন এক পলক হলেও আশার আলো মুচকি হাসে আর কণ্ঠরুদ্ধ করে বলে 'আশা নিরাশা হতে যেমন বেশি সময় লাগে না, তেমনি নিরাশা থেকে আশার আলো ফুটতেও সময় লাগে না'।

একলা রাত, একলা ঘর, একলা পৃথিবীর মাঝেও অশ্রুজল শুধু মুঠোফোনের আলোকপর্দাই ঝরে, আর শুধু হতাশা হয়ে ভাবনায় জাগে হয়তো আমিও একদিন এইভাবে গান গাইতে পারতাম। পৃথিবীর সকল সুখ দুখ হয়তো বাস্তব সত্য, কিন্তু স্বপ্ন সত্যি হওয়াটা একটা ভাগ্যের।
রাতভর গান শুনে যাওয়া সহস্র চিন্তা ভাবনার একটাই উত্তর হয়তো "পাগল রে বাবা"!! সেই উত্তরই সঠিক হোক।
আমার উত্তর "গান আমার জীবন"।। আজ বা কাল হয়তো আমার দিন ছিল না, কিন্তু যেদিন আমার দিন হবে, সেদিন শুধু আমারই।

- নির্ঝরের স্বপ্নভঙ্গ

-


11 JUL 2022 AT 21:12

আমাকে হারিয়ে যেতে দিলে,
নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর..

-


4 MAY 2022 AT 3:43

রাতের শহর একলা বাঁচে,
করে, ফিরতি প্রেমের আলাপ।
ল্যাম্পপোস্ট গুলোর মাথানত,
চরণে রই শুকনো গোলাপ।।
ঘর ফিরতি কয়েক বাহন,
জাগিয়ে দেয় আচ্ছন্ন ঘুম।
পথিক ঠাকুর তখনও শুয়ে,
স্বপ্নে তাদের প্রেমের ধুম।।

-


4 MAY 2022 AT 3:22

বাঁচিয়ে রাখি এই খেলাঘর, সাধ বেঁধেছি চুপটিমনে।
হেলায় বাঁচি দিবস রজনী, সুরতাল টানি আনমনে।।
হাতের রেখা জট বেঁধেছে, জ্যোতিষ নিয়েছে ছুটি।
একলা আমি হিসেব কষি, আমি নোংরা হলেও খাঁটি।।

-


4 MAY 2022 AT 3:04

ক্লান্ত আমার দুচোখ খানি,
শিরার ভেতর রক্ত জমাট।
চক্ষু বুজেও দিকভ্রান্ত,
নোংরা আমি শুন্য ললাট।।
পায়ের চলন কাঁপা কাঁপা,
বুকের ভেতর জমানো শোক।
আশায় বাঁচে চাষার ঘর,
বেদনা গুলো মুক্ত হোক।।

-


4 MAY 2022 AT 0:43

যাহা ফেলেছো হারিয়ে,
তাহা নইকো ফিরে পাবার।
যাহা পাইবে পরকালে,
বইবে সুখের বাহার।।

-


4 MAY 2022 AT 0:10

সন্ধ্যে তুমি বড্ড প্রেমী,
স্থান যে তোমার শিরোনামে।
তোমারে বিনা আড়াল পাইনা,
মুক্ত আলোতে অন্ধ কোনে।।

সন্ধ্যে তোমার প্রদীপ জ্বলন,
প্রভাত হতেও যে ক্ষীণ।
ম্লান আলোতে প্রতিচ্ছবি,
আলেপ হারাবে দিন।।

-


3 MAY 2022 AT 23:50

আমাতে আমি হাত মিলিয়েছি,
স্মরণে চাবুক ব্যাথা।
আমাকে নিয়ে গল্প রচেছি,
রইবে অধ্যায়ে গাঁথা।

আমাতে আমি প্রাণ ভাসিয়েছি,
নদীর তটে তে রক্ষিত।
আমাকে নিয়ে বইবে গুজব,
শেষাংশে হইবে রচিত।

-


3 MAY 2022 AT 23:19

যে জন যায় চলে, আসে নাহি ফিরি।
বেদনার বালুচরে, দুখ ভাঙ্গি আর গড়ি।

যে জন আসে ফিরে, ভুলে গিয়ে স্মৃতি।
চূর্ণীত খেলাঘরে, ফেরে না আর প্রভাতী।

-


Fetching DebJyoti Sihi Quotes