QUOTES ON #মনের_কথা

#মনের_কথা quotes

Trending | Latest
6 MAY 2020 AT 14:16

যে কথা যায় না বলা
সে কথা হৃদয়ে রয় ,
মনের কথা বুঝতে পারে
এমন মানুষ খুব কমই হয়।

-


2 SEP 2019 AT 11:35

ভালোবাসার বহিঃপ্রকাশে লাগে না কবিতার আড়াল,
ভালোই যদি বেসে থাকো তবে
কেনো এই অদৃশ্য দেয়াল?

-


28 SEP 2020 AT 22:20

।। আহত গোলাপ ।।
---------------------------------------------

আশ্বিনের কাশ বিছানো নরম বিছানায়
কলঙ্কিত দুটি হাত ছড়িয়ে
ঘুমন্ত পরীর মত এক মেয়ে।
চারিদিকে মাছিদের ভন ভন, কীটদের সারি
এবার পুজোয় মাকে পরাতে চেয়েছিল -
হলদে সবুজ শাড়ী।
ভাইয়ের চেক শার্ট আর বাবার সাদা পাঞ্জাবি
টিউশনের টাকাটা কাল হাতে পেলেই
সামনের সোমবার -
ভাবতে ভাবতে ফিরছিল বাড়ি।
চারিপাশে কালো আঁধার, হিংস্র নখদর্পণ;
খেয়াল পড়েনি তার কাজল চোখে।
বোবা কান্না শুনতে পাইনি সমাজের কিছু লোক,
পরাগরেণু মাখা স্বপ্নগুলো -
তিলে তিলে মেরে ফেললো দুর্ভেদ্য নরক।
পুকুরের পাশে শ্যাওলা ধরা দেওয়ালে-
আবছা হয়ে যাওয়া সাহিত্যের পাঠরতা,
অর্ধশতবর্ষের চঞ্চলা চমক - জমক শেষে
সমাজের নির্মম কালিমায় নিস্পন্দন রসিকতা।।

-


3 NOV 2019 AT 19:45

মন বলছে, তোমায় নিয়ে...
পালিয়ে যায়, মরুভূমির দেশে।
আমরা দুজন একসাথে,
ওজে,রাজা-রানীর বেশে...

-


29 JUN 2020 AT 7:31

আমার ঘরের জানালা থেকে
দূরের কোনো বাড়ি,
এ মরশুমের সর্বপ্রথম ঘন মেঘের সারি।
আবহাওয়ার কলাম জুড়ে থমকে বাদল বার্তা,
আজ দুপুরে বৃষ্টি হলে,
আমায় এসে গান শোনাবেন
উদাস শচীন কত্তা।

-


12 MAY 2019 AT 23:40

আপনজনের কাছ থেকে priority কম আসলে বুঝে নিতে হবে দুরত্ব বাড়ছে। দুরত্ব বাড়তে থাকলে একসময় অস্তিত্ব বিলীন হয়ে যায়, তাই অস্তিত্ব কে হারাতে না দিয়ে নিজেই তার কাছে থেকে হারিয়ে যাওয়াই উত্তম 😔

-


8 MAY 2019 AT 0:03

সেই তুমি তুমি নেই
করিনা স্মৃতিচারণ,
সেই আমি আমি নই
মনে নেই যা ছিলো বারন..

-



হতে পারিনি তোমার মনের 'ডিক্রিদার' ,
হেরে গেলাম তোমার কাছে প্রতিবার ।
হারিয়ে গেছে কর্ণে , চেনা কণ্ঠস্বর ,
মনকে 'কাচিয়া' করিলাম যে পরিষ্কার।
নেই গো আজ মনের ঘরে তল্লাস,
বসন্তের বৃক্ষে ফুটেছে নতুন পলাশ ।

-



দেখা হয়েছিল আমাদের 'শুভ্রতার 'উৎসবে',
নিয়ে এসেছিলে তুমি পাহাড়ের 'অচল বুঝা' ।
নদীর মাঝে সৃষ্টি হয় তোমার জন্য 'অনুচর',
'চাঁদের কিরণে' লাগছিল তোমাকে খুব সুন্দর ।
হয়নি দেখা আমাদের, কেটে গিয়েছে কত প্রহর,
দেখতে আসবি কি একবার আমার এই শহর ।

-



অবুঝ মন যখন যা চাই ,
তখন যেন তা না পায় ।
ইচ্ছে হলো আজ তাই,
তোমার আঙ্গিনায় আসতে চাই ।
চলে গেলে কতটা কষ্ট পাই,
তোমাকে যে কিভাবে বুঝাই ।
মনের আঙিনায় পেয়েছ ঠাঁই,
এসএমএসে বল বাই বাই ।
মাটির পুতুল ভেঙে যায় ,
খেলায় ঘরের মাঝে হায় ।
আজ সময় পরিবর্তন হলো তাই, ‌
তোমার সাথে কথা বলার ইচ্ছা জাগায় ।

-