-
8 APR 2019 AT 12:53
যতই কাটাকুটি চলুক তোমার ঠোঁটের উষ্ণতায়
শুধু জেনো, মনকে ভোলানো অত সহজ নয়...-
20 AUG 2019 AT 10:44
মনখারাপ তো কতই হয়,
তবু রোজ সুখ খুঁজি
ঐ মাধবীলতা ফুলে...
যতই হোক, একটা ঝড়ে–
সব ওলট-পালট
তবু তুমি থেকো অবশেষ জুড়ে...-
24 FEB 2020 AT 18:35
যে নদী ,তপ্ত মরুর বুকে,বয়ে যেতে যেতে –
হারিয়েছে তার সুধার স্রোতের ধারা ;
তুমি কি তবু আশায় রবে, তার প্লাবনে ভেসে-
হবে নাকি ফের আকুল পাগল পারা ?
যে বৃক্ষ ,পাতা ভরা ডালে, ছায়া দিত তলে,
সে গাছ আজ পাতাবিহীন কাষ্ঠপ্রায় ;
পাতা ভরে সেই ডালটি
কবেফের ছায়া দেবে?
তুমি কি রবে বসে সেদিনের আশায় ?
বলেছিলে,একলা ঘরে পথ চেয়ে রবে
তুমি, কি রহিবে সারা জীবন ধরে ;
আজও কি সে কথা ভাব বসে নীরবে,
খুব জানতে ইচ্ছে করে !!
-