QUOTES ON #ব্ল্যাকহোল

#ব্ল্যাকহোল quotes

Trending | Latest

তোর চোখের ওই ব্ল্যাকহোলে
আমার ঘড়ির কাঁটা আটকে যায়।


- @ Udichi 🍁

-


16 MAR 2018 AT 11:01

মনটা আমার ভালো থাকেনা, আলো নেই, অন্ধকারে ভরা....
সময় ওখানে চলে না, ওই অনন্ত কৃষ্ণগহ্বর শুধু ব্যথায় ভরা।
চিন্তা ভাবনা ছন্দ ছাড়া, বিস্ফোরণ ঘটিয়ে ওখানে আজ হারিয়ে গেল তোর স্মৃতি,
কলম আর কবিতার হাত ধরে নিলাম তাদের পিছু, হোক ওই অন্ধকারে আমার ইতি।

-


10 OCT 2021 AT 23:18

-


30 MAY 2018 AT 22:12

প্রতিদিন শুধু দূর থেকে সূর্য দেখা..
ব্যস্ততার একঘেয়ামী
হাত বাড়িয়ে অনুভূতি গুলো কাড়তে চায়,
ভাগ্যিস তুমি ছিলে..
প্রতিরাতে যখন মন খারাপের মেঘ ভিড় করত,
তুমি তখন দখিন হাওয়ার বেশে
চাঁদের ভেলায় চড়ে, আসতে বুকে ভেসে!
সে স্বাদ আজ অন্ধকারে নিমজ্জিত,
ভেলা বুঝি অন্য ঘাটের পরে..
আমি তাই একলা বসে, মৃত নদীর তীরে।
দূর থেকে তারার আলোর উষ্ণতা মাপি
আলোকবর্ষ দূরে সরে ...
নিরুদ্দেশের পথ ছাড়ি
বিরুপের টানে, কৃষ্ণ গহ্বর দেবো পাড়ি।


-


8 JUL 2020 AT 0:34

কৃষ্ণগহ্বরগুলি মহাবিশ্বের নরকমাথা হিসাবে বিবেচিত হয়
যে বিষয়গুলির মধ্যে পড়ে তা চিরতরে অদৃশ্য হয়ে যায়
তবে কোথায়?
ব্ল্যাকহোলের পেছনে এটি কী বিদ্যমান?
এগুলি সহ, স্থান এবং সময় কি সেখানেও অদৃশ্য হয়?
বা স্থান এবং সময় বাধা থাকে এক অন্তহীন চক্র হিসাবে একসাথে?
অতীতে থেকে সবকিছু যদি আসলেই ভবিষ্যত দ্বারা প্রভাবিত হয় তবে কী হবে?

-


13 JUN AT 22:30

#ব্ল্যাকহোল
—দীপক বেরা

একটা শূন্যতার ভিতর মনে হয়
আমি কোথায় আছি, কেন আছি?
দৃশ্য হতে দৃশ্যান্তরে
মরুমায়ার অন্ধিসন্ধি ঘুরে ঘুরে
পেয়েছি উত্তর—
সময়ের চিতা অদূরেই জ্বলে
জীবন মিশে যায় কালের অতলে
কার্বনের গন্ধ, কালো ধোঁয়ার কুণ্ডলী ভাসে।
নেশাতুর একটা জীবনচক্রে
আত্মস্থ করেছিলাম একটা উপনিবেশ
অস্তিত্ব ক্ষয় হতে হতে সূক্ষ্মতর
ভঙ্গুর ক্ষণস্থায়ী যাত্রাপথে ক্রমশ একা হতে হতে
হঠাৎ মিশে যাওয়া সেই ব্ল্যাকহোল উপনিবেশে...

-