নেশা , এত কিসের নেশা
যেটি মানুষের ক্ষতি করে,
কি হবে মাদকের নেশা করে,
সেই তো হার্টে ফুটো, সাথে ফুসফুস টাও কালো,
যেখানে ভবিষ্যত টাই অন্ধকার,,
বইএর নেশা করো, লেখার নেশা করো
নেশা যদি করতে হয় সুখের নেশা করো,
যেখানে ভালো থাকবে তুমি ,
ভালো থাকবে পরিবেশ, পরিবার পরিজন,
যে নেশায় সবাই তোমায় ভালোবাসবে,
বলবে কিসের নেশায় তুমি এতটা সুখী
শেখাবে আমায় সুখে থাকতে, ভালোবাসতে,,
আজ এই দিনে চলো না আমরা প্রতিজ্ঞা করি
চাই না আমাদের কোনো মাদক,
চলো আমরা বাঁচতে শিখি ,ভালোবাসতে শিখি।।
-
26 JUN 2020 AT 11:18
16 MAR 2022 AT 23:35
কবি সিগারেটটা ঠোঁটে আলতো করে চেপে বললেন-আমার লেখা প্রাক্তন বিরোধী নয়, বিচ্ছেদ বিরোধী...."!
-
1 MAY 2022 AT 6:27
খুব গরম পড়ছে বলে
যখন রাজ্যে ছুটি ঘোষিত
উত্তরবঙ্গে তখন সূর্য স্তিমিত।
আবহাওয়া বুঝি প্রতিকূলে
বিরোধিতা করে ঘোষণার
এতো দেখি ক্ষেপানো কারবার।
ছুটি তো বুঝি বিফলে
ঠান্ডা যে গরমের বদলে
নিশ্চিত আবহাওয়া বিরোধী দলে।-