পুষ্পিত কাননে ফুটেছে ফুল মনের গোপনে
তোয়া জীবনের প্রাণ,বুঝিয়ে দেয় প্রতিক্ষণে।-
ফাইট...
একটার পর একটা বন্ধ।
খুলছে দোকান মদের গন্ধ।
বাড়ছে ফুটপাতে চায়ের দোকান ভাজাভুজি।
আমি এই ভিড়ে শিক্ষককে কোথায় খুঁজি।
আছেন যারা কত দুধে কত জল কে জানে..?
এই তো রাস্তা সামলাত যারা তারা পড়াবে এলো কানে।
সভ্যতা জানে কোথায় আঘাত আনলে সব হবে শব।
কিভাবে করাতে হয় এক শিয়ালের রব।
জানে আমিও জানি আমার বন্ধুও জানে।
মানুষগুলো বিকিয়ে গেছে যাদের প্রাণ ছিল গানে।
তবুও সব ছেড়ে কি আমি বিষণ্ণ কি ডে নাইট..!
ভিতর থেকে কে যেন আজও বলে ফাইট কোনি ফাইট!"
সে কি ক্ষিদ্দা নাকি না আমার আমি...?
যে এখনো ভিড়ের ভিতর স্বরূপ না দেখিয়ে বেনামী।
✍🏻©রূপম ভৌমিক🌿
#রূপমেরএলোমেলোকলম
-
"যারা শিক্ষক হতে চেয়েছিল"
ওঁরা অপেক্ষায় আছে, রেনু
অপেক্ষায় রেখেছে,
সবাইকে!
তোমাকেও।
দুইটি শব্দকে,
নিজের করে পাওয়ার জন্য।
ওঁরা প্রত্যহ, চালাচ্ছে প্রচেষ্টা,
নৈঃশব্দ্য বৃক্ষ থেকে, নামার।
যে বৃক্ষে, ওঁরা উঠেই নি,
যেন অদৃশ্য এক গেছো, ওঁদের টেনে ধরেছে,
ভীষণ করে!
ওঁরা, এখন মৃতপ্রায় রেনু, মৃতের ন্যায় চলন্ত।
যাকে দেখছো, তাঁরা, ওঁরা নয়,
যাঁরা রাস্তায় চিৎকার করছে,
শুনতে পাচ্ছ, রেনু! ওদের চিৎকার।
না!ওটা,ওদের নয়।
মৃত ন্যায়ের!
-