Debnath Porrey  
8 Followers · 2 Following

Joined 12 June 2020


Joined 12 June 2020
31 JAN 2022 AT 20:16

প্রতি লেখা পড়া নিজের প্রাপ্তি
আদর্শ ছাড়া জীবনে আসে সমাপ্তি।
কলম সৈনিক হওয়া সাম্মানিক পরিচয়
সর্ব শিক্ষা সবার জীবনে নিতে হয় আশ্রয়।— % &

-


24 JAN 2022 AT 20:22

গল্প উপন্যাস ছড়া ভাবের জগতে সবার কবিতা
নিত্য দেখি সবার সংসারে ঘটছে কত কথা।
মনের মধ্যে চলছে শুধুই চাই সব
এমন সময় আসবে নিজেই হবে শব।
বলবে যখন এক,পালন বিপরীতে
মন মুখ এক করে থাকতে পারি চলতে।

-


21 JAN 2022 AT 23:13

পল্লী প্রকৃতি ভাবুকের কাছে চির সুন্দর
সদ্ভাবনার উৎস হৃদয়ে থাকে নিরন্তর।
পল্লী প্রকৃতি সব কবির কাছে অভাবনীয়
শুদ্ধ মানুষ সর্বত্রই আচরণে নমনীয়।

-


17 JAN 2022 AT 8:36

ফুল আপন গুনে সর্বত্রই করেছে অধিকার
বন্ধনই তার বড় কাজ,সবারে করে একাকার।

-


15 JAN 2022 AT 15:36

ফুল দিয়ে সবারে গাঁথছ একটি মালা
প্রেমের নৈবেদ্য হয়ে ভরবে সেই থালা।

-


14 JAN 2022 AT 17:01

প্রথম দেখায় হৃদয় পটে একটি ছবি
অন্তরে বিনা দ্বিধায় তোমাকেই ভাবি।
না বলা কথা চিরদিনই প্রেমের মালা গাঁথা
এমন অমৃত নিত্য দিয়ে থাকে ব্যথা।

-


13 JAN 2022 AT 21:02

প্রভাত হাসে রবির আলোয় উদ্ভাসিত হয় সমস্ত সংসার
নব দিগন্তের দিশা পেতে আত্মবিশ্লেষন বড়ই দরকার।

-


8 JAN 2022 AT 13:41

সূর্যের আলো ছড়িয়ে পড়ে ব্রহ্মান্ড জুড়ে
আশার আলো দেখায় ক্ষনিকের তরে।
💐💐💐💐💐💐💐💐
হৃদয়ের সত্তা আন্তরিক বিশ্বাস শ্রদ্ধার উৎস
অর্দ্ধ-সত্য সবার কাছে হয়ে আসছে হাস্য।

-


7 JAN 2022 AT 21:07

বর্তমান স্বরূপে সত্য প্রকাশে বিদ্যমান
নিজ ভাবনা আত্মবিশ্লেষনে হয়ে আসে সম্মান।

-


30 DEC 2021 AT 13:16

অনেক পথ পেরিয়ে চলেছি অস্তাচলে
সৃষ্টির রহস্য চিরদিনই একই কথা বলে।

-


Fetching Debnath Porrey Quotes