বসন্ত তো আবার আসবে। পঞ্চমীর ঐ সুরে
মাঝের দুরত্ব শ-দুয়েক কিলোমিটার মিশে আছে রোদ্দুরে।
মনের ঘরে অঞ্জলি রোজ। পাটভাঙা জামদানি
পাঞ্জাবীর ঐ হলুদ ছুঁয়ে লালে মিলিয়েছি আমি।
-
30 JAN 2020 AT 16:50
16 JUN 2019 AT 14:45
বাবার সাদা পাঞ্জাবিতে কালো কাজলের দাগ।
মেয়ে আজকে নতুন ঘরে উঠেছে.....-
10 FEB 2019 AT 21:55
রাস্তায় আজ সারি সারি,
সাজগোজে রকমারি,
পরণে নতুন শাড়ী-
ঢলেছে বঙ্গনারী!
কেউ বলে আহামরি,
কেউ বলে বাড়াবাড়ি!
কারো প্রেমে হাতেখড়ি,
উত্তেজনায় দৌড়াদৌড়ি!
কেউ চাই মারতে ঝাড়ি,
আড়চোখে নজরদারি
তবে জুটিরা আড়াআড়ি,
মন নিয়ে লুকোচুরি:
সিঙ্গলদের মাথা ভারী,
হালকা হতে টানে বিড়ি!-