পলাশীর প্রান্তরে রক্তক্ষয়ী সীমান্তে দাঁড়িয়ে একা
করছি আমি অতীত স্মৃতি রোমন্থন
প্রতারক মীরজাফরের ঘোর ষড়যন্ত্র
তারপর দেশপ্রেমিক নবাবের পতন!
সেসব আজ গল্পগুচ্ছেই মানায়
অতীতের ধূলিমাখা সেই মরুভূমিময় প্রান্তর
পলাশী! রক্তপিপাসু পলাশী!
মাঝখানে শুধু দুটি শতকের অন্তর
বাকি চেহারাটা হয়তো আজও একই আছে...।
-
#ফাগুন #
চপলা বতাহচাটিৰ গাতেই ভেজা দি ফাগুন আহিছিল ,
ভদীয়া কাইয়ে সোণগুটি ঘৰলৈ নিয়া আলিবাটটিত
ধূলিবোৰ যেনি - তেনি উৰিব লৈছিল ...
হিমকণাৰ পৰশেও সজীৱ কৰিব পৰা নাছিল
তৰুৰ সেউজক , নিৰস হৈ সৰি পৰিছিল !
তথাপিও কাঁইটীয়া শিমলুজোপা নিৰস হোৱা নাছিল ,
ফাগুনে যেন অবৰ্ণনীয় ৰস সানিছিল শিমলুজোপাত
আৰু প্ৰতিটো ঠেঙুলিয়ে সৃষ্টি কৰিছিল
চঞ্চলা ৰক্তৰঙী ফুলকেইপাহি ...
ফাগুনে বেদনা কঢ়িয়ালে বুলিয়েই
ফাগুনক জানো বেয়া পাব পাৰি !!
ফাগুন ৰঙীন , ফাগুন উজ্জ্বল , ফাগুন এক অনাবিল সুখ ...-
পলাশী
********** #রত্না
পলাশী —
এই নাম অনুরণন তোলে শ্রবণযন্ত্রে —
শোণিতে তোলে কলরোল —
ধূসর প্রান্তরে বাংলার স্বাধীনতা শেষ চুম্বন
এঁকেছিল, রক্তপলাশ ফুটেছিল
প্রান্তরের বুকে...
সিরাজের বিশ্বাস ধ্বস্ত হয়েছিল এই প্রান্তরে
মীরজাফরের বিশ্বাসহীনতায়...
...শেষ বিদায় বেলায় রক্তস্নাত সিরাজ কী
বলেছিল —
"পেখলু পিয়া মুখচন্দা"
লুৎফার হৃদয়ে কী বেসুর বেজেছিল!!!!
ইতিহাস সাক্ষী দেবে সে নীরব কথকতার —
শুধু পড়ে থাকে পলাশী থরে থরে রক্তপলাশ ফুটিয়ে...
***************************-