QUOTES ON #নীলপরী

#নীলপরী quotes

Trending | Latest
27 APR 2020 AT 10:12

ভেঙে পড়িনি সেদিন,
আজও পড়বো না হয়তো!
যেদিন তুমি ছেড়ে গিয়েছিলে,
আটকে রাখতে পারিনি সেদিন তোমাকে।
তারপর পেরিয়ে গেছে অনেকগুলো বছর,
হারিয়ে গেছে জীবন থেকে মূল্যবান সময়।
বহু দুর্গম পথ অতিক্রম করে,
এসে পৌঁছেছি নিজ ঠিকানায়।
শত আঘাতেও ভেঙে পড়িনি আমি,
দাঁড়িয়েছি মাথা তুলে বট বৃক্ষের মতো।
জানিনা কত দিন দাঁড়িয়ে থাকবে এই বটবৃক্ষ,
জানিনা হয়তো কোন একদিন,
কাল বৈশাখীর ঝড়ে কেড়ে নেবে এর প্রাণ।

শত আঘাতেও থেকে যেতে চাই,
শত শত বছর পুরাতন মহীরুহের মত।।

-



আজও ফেসবুকে সার্চ হিস্ট্রিতে প্রথম নামটা তোর।
রিপ্লাই দেওয়া তো বন্ধ করেছিস করিনি তো আমি কোনো জোর।।

রোজ দিনের শুরুটা, ঘুম ভাঙা চোখে তোর ছবি দেখা আমার বাধ্যতামূলক।
তোর প্রতি আমার ভালোবাসা মাপার আজ অব্দি পেয়েছিস কি কোনো সূচক?

আজও, তোর গালে টোল পড়া ছবি দেখে কম্পন মাপে হৃদয়ের রিখটার।
চিলেকোঠার ঘরে বসে আনমনে গান লিখে যায়, সঙ্গী সেই পুরোনো গিটার।।

-


12 AUG 2021 AT 19:16

ওই নীল আকাশের পরী , নীলপরী
এসো না তোমাকে হৃদয়ে ভরে রাখি।
লোকে যা মন চায় বলুক না তা ;
আমি তো তোমাকে নীলপরী বলেই ডাকি।।

-