- ইউক্রেন...🇺🇦
- ইউ ক্যান (You Can)...❣️
(বাকিটা ক্যাপশনে)-
সৌভিক বুবাই মুখার্জী
(অজাতশত্রু)
38 Followers · 38 Following
আমাকে জানতে ইচ্ছে করলে হারিয়ে যেও;
ঠিক যেখানে পাহাড়ের কোলে সূর্য হারায়,
সমুদ্রের বুকে যেখানে... read more
ঠিক যেখানে পাহাড়ের কোলে সূর্য হারায়,
সমুদ্রের বুকে যেখানে... read more
Joined 1 February 2019
13 JUN 2021 AT 21:55
নিম্নচাপের খবর শুনি,
বৃষ্টি আসে সময় মেনেই।
আজও তোর অপেক্ষাতে প্রহর গুনি,
যেদিন ভিজব শুধু তোর সাথেই...।-
26 MAY 2021 AT 21:50
তাই এবার ভেবেছি,
বাড়ির সামনে কয়েকফুট জায়গা রেখে করব বাগান,
আর, তার নাম রাখব 'সুন্দর-বন'।
(বাকিটা ক্যাপশনে)-
15 MAR 2021 AT 11:14
ধরো যদি,
হঠাৎ করেই মনখারাপ মাখানো দুপুরে,
গল্প শোনায় তোমায় বসন্তের ঝরাপাতা।
ভুলে যেওনা তবে,
তোমার নামেই লেখা আমার শেষ কবিতা।-
14 FEB 2021 AT 0:23
কক্ষপথ বরাবর গিয়েছি হেঁটে,
ফিরছি আজ ঝরাপাতার চেনা রাস্তায়।
তুমিও এপথে থেমে যেও তবে,
বসন্তে এবার হলুদ গোলাপ রেখো বারান্দায়।-
27 JAN 2021 AT 1:36
শেষ চেষ্টার পরেও
অভিমানেরা নেমে যায় গাল বেয়ে,
ঝরে পড়ে হেমন্তের ঝরাপাতায়।
একলা মন, আবেগী দুপুর, শীতের বিকেল পেরিয়ে,
বসন্তরা আবার প্রেমের কুঁড়ি ফোটায়।-