Bittu Shaikh   (ⒷⒾⓉⓉⓊ)
30 Followers · 13 Following

read more
Joined 12 March 2019


read more
Joined 12 March 2019
12 MAY 2023 AT 18:43

নারী তুমি কার?

নারী তুমি পুরুষের শরীর স্পর্শ করেছ তাঁর হৃদয়কে নয়।
নারী তুমি পুরুষের সাফল্য দেখেছো তাঁর পরিশ্রমকে নয়।
নারী তুমি পুরুষকে ভালোবাসো তাঁর চরিত্রকে নয়।
নারী তুমি পুরুষের বর্তমান ও ভবিষ্যৎ কে গুরুত্ব দাও তাঁর অতীতকে নয়।

-


12 APR 2023 AT 22:02

বার বার হারাবার ভয়ে কাতর হয়েছি বহুবার,
বেলা শেষ এমন না হয় তুমি হারিয়ে নিজে না কাতর হও।।

-


1 NOV 2022 AT 5:21

আমার সব প্রাপ্তি তোকে ঘিরে তো ছিল।
সবই তো পেলাম এ জনমে ,
কিন্তু তোকে পেলাম কই।।

-


14 JUN 2022 AT 20:25

এই পৃথিবীতে যদি কোনো নারীকে সব চাইতে ভালোবাসে সেটা হল মা, আর তার পরের স্থান স্বামীর।
অনরুপ কোনো পুরুষ যদি সবচাইতে স্নেহ, ভালোবাসা পেয়ে থাকে তবে সেটা তাঁর মায়ের কাছে থেকে অতঃপর তাঁর স্ত্রীর কাছ থেকে।।

এর পরেও যদি মানব জাত অন্য কারো ভালোবাসাই অন্ধ হয়ে যায় সেটা মহ আর আকর্ষণ ছাড়া কিছুই না এটাই বাস্তবতা ।।

-


17 APR 2022 AT 18:52

ওই বৃষ্টি! কি সুন্দর তোর অনুভূতি -

কেউ তোর বৃষ্টির ছায়ায় হাতে হাত রেখে শহর শহর ভিজে বেড়ায়,
আমি তোর বৃষ্টির আড়ালে চোখের পানি লুকাই।।

-


4 APR 2022 AT 20:11

বৃষ্টি কি সুন্দর না অনুভূতি.....

কেউ বৃষ্টিতে হাতে হাত রেখে ভিজে বেড়ায়,
আমিতো বৃষ্টিতে নিজের চখের পানি লুকাই।।

-


22 MAR 2022 AT 18:09

আজ না হোক মিথ্যাই তবু একবার বলো ভালোবাসি।
আজ না হোক মিথ্যাই তবু,
হাতে হাত রেখে চলো না এক দু পা জ্যোৎস্নার রাতে হাটি।

-


18 MAR 2022 AT 15:40

যেটা আমার ছিলনা,
সেটা হারানোর ভয় কে বা করে।
কিন্তূ পেয়ে হারানোর ভয় লাগে...!

-


14 MAR 2022 AT 17:29

এক আকাশ আবেগ দিয়ে নির্মার করি ভালোবাসার প্রাসাদ।
কল্পনার পাঁচিল দিয়ে নির্মাণ করি প্রেমের ভীত।
ছুতে না পারা মানুষটার হৃদয় ছোঁয়ার আশায়।

-


7 MAR 2022 AT 18:47

থাক না সব কষ্ট গুলি লুকায়িত আমার আমিতে,
থাক না যত সব অভিমান গুলি আমার আমিতে।
থাক না আজ আধো প্রেম গুলি লুকায়িত আমার আমিতে।।

-


Fetching Bittu Shaikh Quotes