দীর্ঘ এক বীভৎস বিদ্বেষের পাঁচিল।
হিন্দুর ভারত, মুসলিমদের ভারত
এখন ।
যোগের দেশে
ভাগ-ভাগ আর
আড় চোখ -মন
সন্দেহ।
পুড়ছে বসন্ত !
ভারতের হৃদয় ছিন্নভিন্ন হলো
পারলে, সেই আগের মতন হাতে হাত রেখে
আরো আরো একবার দিল্লি চলো।
দীর্ঘ এক বীভৎস বিদ্বেষের পাঁচিল ভাঙতে হবে
তুমি আমি নয়, আমাদের।
এখনো কি করবে ভাবছো ?
জল মাপছ ?
ভাবছো,আমি তো বেঁচে গেছি ?
মা এর দিল পুড়লে সন্তানের অবস্থা কী
হয় ভেবেছো কখনো ?
-
27 FEB 2020 AT 11:07
7 MAR 2023 AT 21:13
চল হনু দিল্লি যাবি
বাংলায় বড় দুখ রে
তিহারে বসে মুড়ি খাবি
সেথায় ভারি সুখ রে
কেমন করে গরু চুরাবি
অক্সিজেন দিদি নেই রে 🤥-
28 MAY 2021 AT 15:46
এই লকডাউন পরিস্থিতিতেও আসাম, উত্তরপ্রদেশ, দিল্লি সরকার নিয়মিত "সমাজ গঠনের কারিগর" "শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি" দিয়ে যাচ্ছে। আমাদের রাজ্যে ডবল ডবল চাকরি কই? ও ভাতা পেলেই তো আপনি খুশী।
-