জানা অজানার ভিড়ের মাঝে যদি একটি বিশেষ মুহূর্ত হারাইয়া যায়,
হে মান্যবর তবে হইয়ো না ক্রন্দনরত, জানিবে সেথা হইতে উদ্ভুত হইবে এক অনন্য অধ্যায়।।
😊😊-
1 JUL 2019 AT 14:27
17 JAN 2020 AT 16:38
যদি তুমি ভালোবাসো,
- একটা মেঘলা দিন..
- বৃষ্টি ভেজা একটা সকাল বেলা..
যদি তুমি ভালোবাসো,
- মাটির ভাড়ে গরম চা..
- সাথে একটা গল্পের বই..
যদি তুমি ভালোবাসো,
- রবী ঠাকুরের উপন্যাস কিংবা
- জীবনানন্দের কবিতা..
যদি তুমি ভালোবাসো,
- পাহাড়ের গায়ে বেড়াতে যেতে..
- নির্জন রাস্তায় একা হাঁটতে..
যদি তুমি ভালোবাসো,
- পুরোনো সিনেমা দেখতে..
- পুরোনো গান শুনতে..
।।তাহলে আমরা বন্ধুত করতেই পারি।।
-
25 FEB 2020 AT 2:06
ক্লান্ত আমি ক্লান্ত খুব হচ্ছে মাথা ব্যাথা,
দিব্যি তো কেউ দেয়নি আমায় গলাতে নাকটা!
-